চার্টার্ড বিমানে আজ বিকেলে শিলচরে হিমন্ত, বিশেষ বৈঠক কবীন্দ্র-দিলীপের সঙ্গে
বিজেপির প্রার্থী তালিকা ঘোষণার পরপরই দলে বিদ্রোহের সুর দেখা দিয়েছে। এর কারণ হচ্ছে শিলচরের বিধায়ক দিলীপ কুমার পাল সহ তিনজন বিধায়ক এবং কণাদ পুরকায়স্থের মত বহুদিনের পুরনো কর্মীকে বাদ দিয়ে নতুন নতুন মুখ তালিকায় উঠে আসা। একদিকে যেমন দিলীপ কুমার পাল নির্দল হিসেবে খেলার সিদ্ধান্ত নিয়েছেন, অন্যদিকে দলে বিশ্বাসঘাতকতা হয়েছে বলে অভিযোগ তুলেছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ। নির্বাচনের তিন সপ্তাহ আগে এসব ঘটনায় জনমনে দলের প্রতি অভিযোগ দেখা দিতে পারে। বিদ্রোহীরা নির্দল প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়িয়ে গেলে আখেরে ক্ষতি হবে বিজেপিরই। এই সম্ভাবনা মেটাতে এবং দলের ভেতরে অভিমানীদের বোঝাতে আজ বিকেলে শিলচরে আসছেন হিমন্ত বিশ্ব শর্মা।
বিকেল চারটায় কুম্ভিরগ্রাম বিমানবন্দরে তার বিশেষ বিমান অবতরণ করবে। সেখান থেকে সরাসরি চলে যাবেন দলীয় কার্যালয়ে। সেখানে বিদ্রোহী সহ দলের বিশেষ বিশেষ নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। তাদের সামনে বসে আলোচনা করবেন হিমন্ত বিশ্ব শর্মা। দলের সূত্রমতে শোনা গেছে, তিনি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থের বাড়িতে যাবেন।
কবীন্দ্র পুরকায়স্থের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, হিমন্ত বিশ্ব শর্মা আসবেন বলে তিনি শুনেছেন। কিন্তু তার সঙ্গে কোথায় এবং কখন দেখা হবে এব্যাপারে পরিষ্কার কিছু জানা যায়নি।
দলীয় সূত্রে জানা গেছে, দিলীপ কুমার পালের সঙ্গে তার বিশেষভাবে কথা হবে। দিলীপ কুমার পাল শিলচরের প্রার্থী হলে সমীকরণ বিজেপির পক্ষে থাকবে না, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। গত দুই নির্বাচনে কংগ্রেস প্রার্থীকে ৩০ হাজারের বেশি ভোটে হারিয়ে জয়ী হয়েছিলেন দিলীপ কুমার পাল। তার জনপ্রিয়তা এখনও কোনও অংশে কমে যায়নি বরং বৃদ্ধি পেয়েছে। এমন ব্যক্তি নির্বাচনে নির্দল হিসেবে দাঁড়ালে বিজেপির প্রার্থীই বিপদে পড়বেন, ফলে তাকে বোঝানোর বিশেষ চেষ্টা করবেন স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
এছাড়া কিশোর নাথ, অমর চাঁদ জৈন, রাজদীপ গোয়ালার মতো নেতারা বিজেপির টিকিট থেকে বঞ্চিত হয়ে নির্বাচনে নির্দল প্রার্থী হওয়ার কথা ভাবছেন। যদিও কংগ্রেস দল এখনও নিজের প্রার্থী তালিকা ঘোষণা করতে পারেনি এবং সেই তালিকায় বিশেষ কোনও নাম থাকবে বলেও সম্ভাবনা দেখছেন না বিশেষজ্ঞরা। তবে বিজেপি বনাম বিজেপি লড়াইয়ে আখেরে ক্ষতি হবে বিজেপিরই। এই সম্ভাবনা আটকাতে এবং কাছাড় জেলায় সাত আসনে দলের প্রার্থীকে জয়ী করার রাস্তা পরিষ্কারের জন্য তড়িঘড়ি শিলচর আসছেন হিমন্ত বিশ্ব শর্মা।
Comments are closed.