Also read in

বহু প্রত্যাশিত সদরঘাটে বরাকের দ্বিতীয় সেতুর উদ্বোধন হচ্ছে ২৫শে

 

শিলচর সদর ঘাটে বরাকের উপর নতুন সেতুর উদ্বোধন হচ্ছে আগামী ২৫শে ফেব্রুয়ারি, উদ্বোধন করবেন রাজ্যের অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বরাক নদীর উপর এই সেতুর কাজ প্রায় সম্পূর্ণ, এখন সাজানো চলছে। আগেই ঘোষণা করা হয়েছিল ফেব্রুয়ারি মাসের ভেতরে এই সেতুর কাজ সম্পন্ন হবে এবং বাস্তবেও তা সম্ভব হয়েছে, তাই সংশ্লিষ্ট সকল পক্ষই খুশি। মূল কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে, রং করা এবং আলোকসজ্জা সহ সৌন্দর্যায়ন চলছে। উদ্বোধনের আগেই সাধারণ জনগণ উৎসাহভরে সুন্দর ভাবে সেজে ওটা সেতু পরিদর্শন করছেন ভিড় করে; কেউ কেউ আবার সেলফিও উঠছেন।

এই সেতু নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৬০ কোটি টাকা। ২০১৪ সালে এই সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন তৎকালীন পূর্তমন্ত্রী অজন্তা নেয়োগ। ডোনার মন্ত্রকের বিশেষ ফান্ড থেকে এই সেতুর জন্য অর্থ বরাদ্দ করা হয়েছিল।

মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা প্রায় ২৯ কোটি ৪৩ লক্ষ টাকা ব্যয়সাপেক্ষ জেলা গ্রন্থাগার ভবন নতুন করে নির্মাণের কাজের ও শিলান্যাস করবেন । এছাড়া শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে অ্যাথলেটিক রানিং ট্র্যাক এন্ড ফিল্ড (ফ্লাড লাইটসহ) স্পোর্টস স্টেডিয়ামের শিলান্যাস করার কথা রয়েছে তার ; জনসভাও হবে পুলিশ প্যারেড গ্রাউন্ডেই। পরদিন অর্থাৎ মঙ্গলবার সোনাই এলাকার কচুদরমে একটি মডেল হাসপাতালের উদ্বোধন করবেন বিশ্ব শর্মা।

ঐদিন ২৬শে ফেব্রুয়ারি সকাল ১১ টায় বরাকের ওপর প্রস্তাবিত শিলচর -দুধপাতিল সংযোগকারী সেতু শিলান্যাস করবেন বিশ্বশর্মা। অন্নপূর্ণাঘাটের বিপরীতে বরাক নদীর ওই পারে দুধপাতিল চতুর্থ খন্ডে এই শিলান্যাস পর্ব অনুষ্ঠিত হবে। শিলান্যাসের পরে হিমন্ত বিশ্ব শর্মা
গুয়াহাটি ফিরে যাবেন।

Comments are closed.