Also read in

যুগশঙ্খ সাহিত্য পুরস্কার পেলেন হিমাশিস, ১ এপ্রিল থেকে যুগশঙ্খ 'ডিজিটাল' হচ্ছে জানালেন বিজয় কৃষ্ণ

যুগশঙ্খ সাহিত্য পুরস্কার পেলেন হিমাশিস, ১ এপ্রিল থেকে যুগশঙ্খ ‘ডিজিটাল’ হচ্ছে জানালেন বিজয় কৃষ্ণ

স্বাধীনতা সংগ্রামী, যুগশঙ্খ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক বার্তা ভগীরথ বৈদ্যনাথ নাথের ১১২ তম জন্মদিবসকে স্মরণ করে ২০১৯ এর যুগশঙ্খ সাহিত্য পুরস্কার দেওয়া হল বরাক উপত্যকার বিশিষ্ট গল্পকার হিমাশিস ভট্টাচার্য্যকে। শনিবার সন্ধ্যায় শিলচর বঙ্গভবন মিলনায়তনে যুগশঙ্খের কর্ণধার বিজয়কৃষ্ণ নাথের পৌরোহিত্য আয়োজিত জাঁকজমক অনুষ্ঠানে হিমাশিস ভট্টাচার্যের হাতে পুরস্কারের স্মারক তুলেদেন মুখ্য অতিথি গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক ঊষারঞ্জন ভট্টাচার্য। এবং পুরস্কারের মূল্য হিসেবে ১ লক্ষ টাকার চেক তুলে দেন বিজয়কৃষ্ণ নাথ। উপস্থিত ছিলেন যুগশঙ্খের সম্পাদক অরিজিৎ অাদিত্য ও নির্বাহী অধিকর্তা নীলোৎপল চৌধুরী।
অনুষ্ঠানে ঊষারঞ্জন ভট্টাচার্য বলেন সাহিত্য সংস্কৃতি জগতে এই পুরস্কার চালু করে দৃষ্টান্তমূলক সামাজিক দায়িত্ব পালন করছে যগশঙ্খ পত্রিকা।

পুরস্কার গ্রহণ করে হিমাশিস ভট্টাচার্য বলেন, যুগশঙ্খ পুরস্কার পেয়ে আমি যারপরনাই অভিভূত, কারণ ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময়েই প্রথম যখন গল্প লিখি, তখন তা ছাপানোর জন্য আমার বাবা আমাকে হাত ধরে যার কাছে নিয়ে যান তিনিই ছিলেন বৈদ্যনাথ নাথ। সেই তখন থেকেই লিখে চলেছি। সানন্দা, বর্তমান, দেশ সহ দেশ ও বাইরের বিভিন্ন পত্রিকা, সাময়িকীতে তা ছাপা হচ্ছে। কিন্তু এখন যুগশঙ্খ পুরস্কার পাওয়ার পর মনে হচ্ছে আমি যেন গল্পেই বেশি করে আত্মনিয়োগ করি।”

অনুষ্ঠানে যুগশঙ্খ পত্রিকা গোষ্ঠীর কর্ণধার বিজয় কৃষ্ণনাথ ঘোষণা করেন, আগামী এক এপ্রিল থেকে ডিজিটাল যুগশঙ্খ পাচ্ছে বরাক উপত্যকা। যান্ত্রিকতা এবং ডিজিটাল হওয়ার সঙ্গে পাল্লা দিতে যুগশঙ্খও এই স্রোতে সামিল হচ্ছে।

এই সন্ধ্যার অনুষ্ঠান গানে গানে ভরিয়ে দিয়েছে শিলচরের জনপ্রিয় বাংলা গানের দল দলছুট। অনুষ্ঠানে উন্মোচিত হয়েছে হিমাশিস ভট্টাচার্য্যের গ্রন্থ ” এই বেশ ভাল আছি”।

Comments are closed.