শিলচরে ভারত-বাংলা প্রশাসনিক স্তরে বৈঠক: বাংলাদেশ থেকে ১৭ সদস্যের প্রতিনিধি দল
বাংলাদেশের এক প্রতিনিধি দল আজ প্রশাসনিক স্তরের বৈঠকে যোগ দিতে সুতারকান্দি সীমান্ত দিয়ে ভারতে আসেন। ১৭ জনের এই প্রতিনিধি দলে সিলেট ও মৌলভীবাজারের দুই জেলাশাসক সহ পুলিশ আধিকারিক রয়েছেন। তারা বিকেল তিনটা নাগাদ ভারতে প্রবেশ করেন। ভারতের পক্ষ থেকে করিমগঞ্জের জেলাশাসক এম এস মনিভন্নন (আইএএস) বাংলাদেশের প্রতিনিধি দলের সদস্যদের অসমিয়া ঝাঁপি ও গামছা দিয়ে অভ্যর্থনা জানান। ১৭ জনের প্রতিনিধি দলে সিলেট এবং মৌলভীবাজারের জেলা উপায়ুক্ত, পুলিশ সুপার, অতিরিক্ত উপায়ুক্ত, বর্ডার গার্ড বাংলাদেশ কমান্ডেন্ট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিভাগের সঞ্চালক সহ বিভিন্ন বিভাগীয় আধিকারিকরা রয়েছেন।
প্রতিনিধি দলের অন্যতম বাংলাদেশের মৌলভীবাজারের জেলা শাসক নাজিয়া শিরিন সংবাদমাধ্যমকে বলেন,” আগামীকাল শিলচরে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দুই দেশের আমলাদের মধ্যে বিস্তারিত আলোচনা হবে। উভয় দেশের সাংস্কৃতিক সমন্বয়ের আদান প্রদান, সীমান্ত সমস্যা, ব্যবসা বাণিজ্য এবং চোরাচালান মাদকদ্রব্য পাচার রোধের জন্য বিশেষ আলোচনা হবে। উল্লেখ্য, বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্বে সিলেট জেলা উপায়ুক্ত কাজী ইমদাদুল রয়েছেন।
এখানে উল্লেখ করা যায়, ভারতের সঙ্গে বিভিন্ন সমস্যা তথা বিতর্কিত বিবাদসমূহ যাতে করে জেলা পর্যায়ে সমাধান করা যায় সেজন্য দুই দেশ ২০১৩ সালে সিদ্ধান্ত গ্রহণ করেছিল। সেজন্য বিগত ছয় বছরে ধরে বাংলাদেশের সিলেট জেলা এবং মৌলভীবাজারের সঙ্গে এবার শিলচরে আলোচনা সভাটি অনুষ্ঠিত হচ্ছে। এত বছর অতিবাহিত হলেও উভয় দেশের সমস্যার সমাধানে এই আলোচনা বিশেষ ফলপ্রসূ হয়নি। এবারের বৈঠক কি ফলাফল এনে দেয় সেটাই দেখার বিষয়। সোমবার বাংলাদেশ সিলেট, মৌলভিবাজার এবং ভারতের করিমগঞ্জ ও কাছাড় জেলার প্রশাসনিক কর্তাদের মধ্যে বৈঠকটি অনুষ্ঠিত হবে।
Comments are closed.