
ছয় দশক পর ঐতিহ্যবাহী বরদলৈ ট্রফি খেলতে যাচ্ছে শিলচরের ইন্ডিয়া ক্লাব, দল নিয়ে আশাবাদী কোচ কালিকঙ্কন
রাজ্যের ঐতিহ্যবাহী ফুটবল প্রতিযোগিতা গোপীনাথ বরদলৈ ট্রফিতে খেলতে যাচ্ছে শিলচরের ইন্ডিয়া ক্লাব। আগামী ২৪ মার্চ থেকে শুরু হবে মর্যাদাসম্পন্ন এই টুর্নামেন্ট। গুয়াহাটির নেহেরু স্টেডিয়ামে মেগা ফাইনাল আগামী ৩ এপ্রিল। এবার এটা টুর্নামেন্টের ৬৮ তম সংস্করণ। অংশ নিয়েছে মোট ১৬ টি দল।
১৯৫২ সালে প্রথমবার খেলা হয়েছিল বরদলৈ ট্রফি। একটা সময় জাতীয় স্তরে অন্যতম বড় টুর্নামেন্ট ছিল বরদলৈ ট্রফি। এবার মোট চারটি ভেনুতে খেলা হবে টুর্নামেন্ট। এগুলি হল, গুয়াহাটির জাজেস ফিল্ড, চিরাং জেলার তিলকাজোড়া, শিপাঝাড়ের ঘিলাকুড়ি ও বাইহাতা চারিয়ালির করোরা। ১৬ টি দলকে মোট চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। একটি ভেনুতে একটি গ্রুপের খেলা অনুষ্ঠিত হবে। গ্রুপে তে রয়েছে গুহাটির টাউন ক্লাব, এ এস ই বি, আইটিবিপি এবং শিলচর ইন্ডিয়া ক্লাব। এই গ্রুপের সবকটা ম্যাচ হবে জাজেস ফিল্ডে। বাইহাতা চারিয়ালি তে গ্রুপ বির ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। এই গ্রুপে রয়েছে দিল্লি এফসি, দৈমালু ক্লাব উদালগুরি, অসম পুলিশ ব্লুজ ও শিলংয়ের আসাম রাইফেলস। শিপাঝারে অনুষ্ঠিত হবে গ্রুপ সির ম্যাচ। এই গ্রুপে রয়েছে নাগাল্যান্ড পুলিশ, বডোসা এফ সি, সি আই এস এফ, অয়েল ইন্ডিয়া। চিরা়ংয়ে গ্রুপ ডির ম্যাচগুলোতে খেলবে নর্থইস্ট ইউনাইটেড রিজার্ভ দল, আসাম রেজিমেন্টাল সেন্টার, শিলং লাজং এবং ইউনাইটেড চিরাং এফ সি। চারটি গ্রুপে সেরা চার দল সেমি ফাইনালে খেলবে।
টুর্ণামেন্টে ইন্ডিয়া ক্লাবের প্রথম ম্যাচ ২৫ মার্চ। এ এস ই বির বিরুদ্ধে। এর আগে পাঁচ এর দশকে বরদলৈ ট্রফিতে খেলেছিল শিলচরের শতাব্দীপ্রাচীন ক্লাব। ১৯৫৪ সালে রানারআপ হয়েছিল ইন্ডিয়া ক্লাব। এবার টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে দু লক্ষ টাকা। রানারআপ দের জন্য থাকছে এক লক্ষ টাকা। বরদলৈ ট্রফির মতো এক মর্যাদাসম্পন্ন টুর্নামেন্ট দিয়ে নেহরু স্টেডিয়ামেও ফিরছে ফুটবল।
টুর্নামেন্টে অংশ নিতে মঙ্গলবার রাতে গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দিয়েছে ইন্ডিয়া ক্লাব। বরদলৈ ট্রফিতে ভালো পারফর্মেন্স এর ব্যাপারে আশাবাদী ইন্ডিয়া ক্লাবের কোচ কালিকঙ্কন আচার্য। তিনি বলেন, ‘আমাদের প্রস্তুতি ভালো হয়েছে। ১০ দিনের একটা ক্যাম্প আয়োজন করেছিল ক্লাব। দল নিয়ে আমি আশাবাদী।’ টুর্নামেন্টের জন্য একটা ভালো দল গড়েছে ইন্ডিয়া ক্লাব। রাজ্যের বাইরে থেকেও ফুটবলারদের এই টুর্নামেন্টের জন্য সই করিয়েছে ক্লাব। সঙ্গে রয়েছেন জেঙ্গা রংমাই, পাউদুম রংমাই, কুটন তেলি, মণিকুমার সিং, দিজেনতা সিং ও রামজুরিন চিরুর মতো স্থানীয় ফুটবলাররা।
Comments are closed.