Also read in

হোলি উৎসব: বেপরোয়া বাইক চালানোয় শিলচরে একাধিক দুর্ঘটনা, অনেকেরই অবস্থা গুরুতর

শিলচরে ট্রাফিক নিয়ম ভাঙ্গা নতুন কিছু নয়। আর উৎসব হলে তো কথাই নেই। আর সেই উৎসব যদি হোলি হয়, তাহলে তো সোনায় সোহাগা। কারণ হোলি শুধু রঙের উৎসব নয়, উঠতি যুবকদের কাছে রং খেলার পাশাপাশি নেশা জাতীয় দ্রব্যে আকৃষ্ট হওয়াও খুব সাধারণ ব্যাপার হয়ে উঠেছে। তাই অনেকেই রং খেলায় সীমাবদ্ধ রাখেন না এই উৎসবকে। তাছাড়া নিজেদের কৃতিত্ব দেখাতে দ্রুত গতিতে বাইক চালানোটাও অনেক সময় মর্মান্তিক দুর্ঘটনার কারণ হয়ে উঠছে।

আজ হোলির দিনে শহরের বেশিরভাগ অংশই রঙের উৎসব পালনে ব্যস্ত ছিল। অথচ শহরে সংঘটিত বেশ কয়েকটি দুর্ঘটনা এই উৎসবের রঙকে ম্লান করে দিয়েছে।

শিলচর কাঁঠাল রোডের কাছে একটি মোটরসাইকেল দুর্ঘটনার মুখোমুখি হয় এবং এতে বাইকে বসা তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়। স্থানীয়রা জানান, তিনটার দিকে ঘটনাটি ঘটেছে এবং তিনজনকেই শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

একই রকম আরেকটি দুর্ঘটনা ঘটেছে রংপুর হাইস্কুলের কাছে। দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন চার যুবক। স্থানীয়রা জানান, দুটি মোটরসাইকেল দুদিক থেকে দ্রুতগতিতে আসছিল এবং অন্য একটি গাড়িকে ওভারটেক করার চেষ্টা করতে গিয়ে দুটি বাইকের মধ্যে সংঘর্ষ হয়। স্থানীয় দুই বাসিন্দা জানান, দুটি মোটরসাইকেলেই দুজন করে কম বয়সী যুবক বসেছিল। একজন যুবকের অবস্থা গুরুতর বলে তারা জানান। সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।

করাতিগ্রামের রাহুল রবিদাস এবং কাশীপুরের সঞ্জু রবিদাস একটি মোটরসাইকেলে ছিল। অন্য মোটরসাইকেলে বীরেশ্বর রাউ এবং ঝন্টু দাস নামের দুই যুবক ছিল। ঘটনাস্থলে উপস্থিত সাধারন জনগন সঙ্গে সঙ্গে এম্বুলেন্স ডাকেন এবং দুপুর দুটো নাগাদ তাদেরকে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

একটি নতুন কেনা টাটা আল্ট্রোজ গাড়িও আজ একটি দুর্ঘটনার মুখোমুখি হয়। রংপুর পুলিশ ফাঁড়ির কাছে গাড়িটি দ্রুতগতিতে যাওয়ার সময় ডিভাইডারের সঙ্গে ধাক্কা খায়। গাড়িতে বসা দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়।

স্থানীয় পুলিশ জানিয়েছে, স্থানীয় জনগন দুর্ঘটনাটির ব্যাপারে পুলিশকে অবগত করে। গাড়িটি উধারবন্দ থেকে শিলচরের দিকে যাচ্ছিল। গুরুতর আহত দুজন অপূর্ব দাস ও অঙ্কুশ পাল বলে জানা যায়। পুলিশ এখনও তাদের ঠিকানা শনাক্ত করতে পারেনি‌। সঙ্গে সঙ্গে তাদেরকে অ্যাম্বুলেন্সে করে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের ক্যাজুয়েল ডিপার্টমেন্টের একজন চিকিৎসক জানালেন, সাধারণ দিনের তুলনায় আজ দুর্ঘটনাজনিত কারণে হাসপাতালে ভর্তি হওয়া ব্যক্তির সংখ্যা অনেক বেশি।

Comments are closed.

error: Content is protected !!