কাছাড় জেলায় ব্যাংক সমেত সব সরকারি দপ্তরে সোমবার স্থানীয় ছুটি ঘোষণা করল প্রশাসন
জেলা উপায়ুক্ত স্বাক্ষরিত এক আদেশ বলে আগামী সোমবার, ২৮শে অক্টোবর সমগ্র কাছাড় জেলায় ছুটি ঘোষণা করল জেলা প্রশাসন। এই স্থানীয় ছুটি নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট অনুযায়ী হওয়ায় রাজ্য সরকারের রাজস্ব এবং ম্যাজিস্ট্রেরিয়াল কোর্ট সমেত সমস্ত রাজ্য সরকারের অফিস, আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক, এলআইসি প্রভৃতিতে ও প্রযোজ্য হবে। জেলা উপায়ুক্ত লায়া মাদ্দুরি স্বাক্ষরিত মেমো নং CMG.467/Public holiday/2019/ 2-A তারিখ ২৫শে অক্টোবর, ২০১৯ য়ে এই আদেশ প্রদান করা হয়েছে।
তবে এই স্থানীয় ছুটিতে জরুরী পরিষেবা এবং বিভিন্ন ধরনের পরীক্ষা, সাক্ষাৎকারের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
উল্লেখ্য, সোমবার দিওয়ালি উপলক্ষে ছুটি ঘোষণা করার জন্য বিভিন্ন সংগঠন এবং অ্যাসোসিয়েশনের তরফ থেকে জেলা উপায়ুক্তের কাছে দাবি পেশ করা হয়েছিল।
Comments are closed.