Also read in

শুক্রবার বরাকে আসছেন অমিত শাহ, শিলচরে রয়েছে বিরাট জনসভা

বিজেপির প্রার্থীদের পক্ষে নির্বাচনী প্রচারে হাওয়া তুলতে গতকাল জেলার তিনটি এলাকায় সভা করেছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা বিজেপির হিন্দুত্ব আদর্শের পোস্টার বয় যোগী আদিত্যনাথ। তবে তার অনুষ্ঠানে আশানুরূপ উন্মাদনা দেখা যায়নি। এবার একই মাঠে সভা করতে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জেলা বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, ২৬ মার্চ শুক্রবার করিমগঞ্জের পাথারকান্দিতে তার প্রথম সভা রয়েছে এবং দ্বিতীয় সভা শিলচরের ইন্ডিয়া ক্লাব ময়দানে।

জেলা বিজেপির পক্ষ থেকে বিমলেন্দু রায় জানিয়েছেন, এদিন দুপুরে বিশেষ বিমানে কুম্ভীরগ্রাম বিমানবন্দরে পৌঁছে হেলিকপ্টারে সরাসরি চলে যাবেন পাথারকান্দিতে। সেখানে সভা সেরে শিলচরে আসবেন এবং ইন্ডিয়া ক্লাব ময়দানে জনগণের উদ্দেশ্যে ভাষণ দেবেন। তিনি বলেন, “আমাদের আশা হচ্ছে অমিত শাহের সভায় অন্তত কুড়ি হাজার দর্শক থাকবেন। নির্বাচনের প্রাকমুহুর্তে তিনি এলে দলের সমর্থকদের মধ্যে আলাদা উৎসাহ বাড়বে। এছাড়া তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবেন বলে আশা করা হচ্ছে।”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতিমধ্যে বরাক উপত্যকা সফর করে গেছেন, তার সভায় ক্যা অথবা এনআরসি ইত্যাদি বিষয়ে কথা উঠেনি। দলের প্রত্যেক নেতারাই নির্বাচনে কংগ্রেস এবং এআইইউডিএফ দলকে টার্গেট করে প্রচার চালাচ্ছেন। তবে অমিত শাহ বরাবরই নাগরিকত্ব বিষয়ে বিভিন্ন বয়ান দিয়ে থাকেন। তার আগমনকে ঘিরে একদিকে যেমন নাগরিকত্ব বিষয় নিয়ে কিছু শোনার সম্ভাবনা রয়েছে অন্যদিকে দলের তরফে দর্শক বৃদ্ধির ক্ষেত্রে বিশেষ পরিকল্পনা নেওয়ারও সম্ভাবনা থাকবে।

শিলচরে লড়াই বিজেপির প্রার্থী দ্বীপায়ন চক্রবর্তী, বিজেপির প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার পাল এবং কংগ্রেসের জনপ্রিয় মুখ তমাল কান্তি বণিকের মধ্যে।

Comments are closed.