সদরঘাটের নতুন সেতুতে আবার দুর্ঘটনা: দু'জনের অবস্থা আশঙ্কাজনক
আজ সন্ধ্যায় সদরঘাট সেতুর উপর একটি মারুতি সুজুকি গাড়ি এবং একটি স্কুটি’র মুখোমুখি সংঘর্ষে দুজন লোক মারাত্মকভাবে আহত হয়েছেন।ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে, স্কুটি চালক ট্রাফিক আইন ভঙ্গ করে উল্টোদিকে স্কুটি চালাচ্ছিলেন, যার ফলেই এই মুখোমুখি সংঘর্ষ ঘটে। এখানে উল্লেখ করা যায়, শিলচর শহর থেকে রংপুর অভিমুখে যেতে হলে পুরনো সেতু ধরে যেতে হয় এবং নতুন সেতু ধরে ফিরে আসতে হয়। “স্কুটি চালক আইন ভঙ্গ করে বিপরীত দিক থেকে ঢোকায় এই দুর্ঘটনা সংঘটিত হয়” বলে জানালেন ট্রাফিক পুলিশের এক কর্মকর্তা।
হোন্ডা ডিও স্কুটি’র রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে AS 11 J 0588 এবং এটি মিলন দেবীর নামে রেজিস্ট্রিকৃত বলে জানা যায়। মারুতি সুজুকি অল্টো জসিম উদ্দিন বড় ভূঁইয়ার নামে রেজিস্টার বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শীর বিবরণ অনুযায়ী, ৬০ বছর বয়সী আব্দুল মুনিম লস্কর এবং ৩২ বছরের রিজন আহমেদ ভূঁইয়া স্কুটিতে যাচ্ছিলেন । আব্দুল মুনিম লস্কর দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। এদিকে রিজন আহমেদের অবস্থাও সঙ্কটজনক। দুজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে ওই প্রত্যক্ষদর্শী আমাদের প্রতিনিধিকে জানিয়েছেন। পুলিশ গাড়ি এবং স্কুটি দুটোকেই শিলচর সদর থানায় নিয়ে গেছে।
Comments are closed.