Also read in

বরাক উপত্যকার গৃহিণীদের জন্য সুখবর, আসছে পাইপ লাইনে গ্যাস সংযোগের ব্যবস্থা*

কিছুদিনের মধ্যেই শুরু হচ্ছে রান্নার গ্যাস সরবরাহের জন্য পাইপ লাইন বসানোর কাজ, জানালেন ওয়েল ইন্ডিয়া লিমিটেডের চিফ ম্যানেজিং ডাইরেক্টর উৎপল বরা।
আপাতত এই প্রকল্পের আওতায় আসছে রাজধানী গৌহাটি সহ বরাক উপত্যকার তিন শহর শিলচর, হাইলাকান্দি, করিমগঞ্জ। গতকাল গুয়াহাটিতে এক সাংবাদিক সম্মেলনে বরা এই সুসংবাদটি দেন।

বাড়ি বাড়ি পাইপলাইন যোগে গ্যাস পৌঁছে দেওয়ার এই বৃহৎ প্রকল্পের জন্য ইতিমধ্যেই টেন্ডার ডাকা হয়েছে, প্রকল্প শেষ হতে প্রায় তিন বছর লাগবে। এই পদস্থ কর্মকর্তা আরো জানান, ওয়েল ইন্ডিয়া লিমিটেড গ্যাস ওথরিটি ওব ইন্ডিয়া লিমিটেড এবং আসাম গ্যাস কোম্পানি’র সঙ্গে জোট বেঁধে তৈরি এক নতুন উদ্যোগী কোম্পানি এই টেন্ডারে অংশগ্রহণ করবে। তিনি আশা প্রকাশ করেন যে, এই নতুন কোম্পানি এই প্রকল্পটি বাস্তবায়িত করার সুযোগ পাবে। একই প্রকল্পের অধীনে এই নির্ধারিত শহর গুলোতে কম্প্রেসড ন‍্যাচারেল গ‍্যাস (সিএনজি) স্টেশনও স্থাপন করা হবে।

আগামী তিন বছরের মধ্যে গৌহাটি সহ উত্তর-পূর্বের রাজ্যগুলোর ন্যাশনাল গ্যাস গ্রিডের সঙ্গে যুক্ত করা হবে। বারাউনি থেকে অসম অবধি সম্প্রসারিত হবে এই গ্যাস পাইপলাইন এবং তারপর তা পৌঁছে যাবে উত্তর-পূর্বের অন্যান্য রাজ্যেও। তিন বছরে সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা সামনে রেখেই এই প্রকল্পে হাত দেওয়া হয়েছে বলে জানান তিনি। গুয়াহাটি পর্যন্ত পাইপলাইনের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, উত্তর-পূর্বের অন্যান্য রাজ্যগুলোর সঙ্গে সংযুক্ত করার উদ্দেশ্যে একটি যৌথ ব্যবস্থাপনা গড়ে তোলা হয়েছে।

উৎপল বরা আরও জানালেন, এই প্রকল্প রূপায়িত হলে দিনের মধ্যে ২৪ ঘন্টাই গ্যাস সরবরাহ অব্যাহত থাকবে। বিদ্যুৎ পরিষেবার মতো এতেও মিটার লাগানো থাকবে,যে যতটা ব্যবহার করবেন ঠিক ততটাই বিল হবে। এই প্রকল্প চালু হয়ে গেলে বরাক উপত্যকার তিন জেলার মানুষকেও রান্নার গ্যাসের জন্য ছোটাছুটি করতে হবে না এবং গৃহস্থরা আর্থিকভাবেও কিছুটা লাভবান হবেন।

Comments are closed.