কাগজ কল বাঁচাতে যৌথ মঞ্চের কনভেনশন সোমবার গান্ধীভবনে
কাগজ কল বাঁচাও যৌথ মঞ্চ সোমবার সকাল সাড়ে দশটা থেকে গান্ধী ভবনে এক কনভেনশনের ডাক দিয়েছে। পাঁচগ্রাম এবং জাগীরোডের হিন্দুস্তান পেপার কর্পোরেশনের কাগজ কল দুটি বাঁচানোর উদ্দেশ্যে ট্রেড ইউনিয়ন এবং গণ সংগঠনগুলির যৌথ মঞ্চ এই কনভেনশনের আয়োজন করেছে। শিলচর তথা কাছাড়, করিমগঞ্জ, হাইলাকান্দির সমস্ত নাগরিক, বুদ্ধিজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা তথা বিভিন্ন সংগঠনকে এই কনভেনশনে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন কাগজ কল বাঁচাও যৌথ মঞ্চের পক্ষে যুগ্ম আহ্বায়ক সুপ্রিয় ভট্টাচার্য।
মঞ্চের পক্ষ থেকে বলা হয় যে এইচপিসিকে দেউলিয়া ঘোষণা করে তার সম্পত্তি বিক্রি করার যে চেষ্টা চলছে সেই পরিস্থিতিতে বরাক উপত্যকার একমাত্র ভারিশিল্প পাঁচগ্রামের কাছাড় পেপার মিলের এবং তার কর্মীদের সংকটের বিষয়ে পূর্ণাঙ্গ আলোচনা, পরিস্থিতি বিশ্লেষণ এবং আগামী দিনে এ বিষয়ে পথ অনুসন্ধানের জন্য এই গন-কনভেনশনের আহ্বান করা হয়েছে।
গত আড়াই বছর ধরে বেতনহীন পাঁচগ্রামের কর্মী ও তাদের পরিবার বৃন্দ এই কনভেনশনে যোগ দিতে পারেন বলে জানানো হয়। যুক্ত মঞ্চের পক্ষ থেকে জানানো হয় যে, গত ২০১৮-১৯ আর্থিক বছরের বাজেটে কাগজ কলের কর্মীদের বেতন বাবদ বরাদ্দ ৯০ কোটি টাকা সংসদে অনুমোদিত হওয়ার পরেও কেন্দ্র সেই বকেয়া টাকা কেন মিটিয়ে দিলো না এ বিষয়ে কনভেনশনে আলোচনা হবে। কর্পোরেশনের কর্মীদের আত্মহত্যা কিংবা বিনা চিকিৎসায় মৃত্যুর মতো বিষয়ে আলোচনা করে এ ব্যাপারে কি ব্যবস্থা গ্রহণ করা যায় সে বিষয়টিও খতিয়ে দেখা হবে কনভেনশনে।
ঐক্যবদ্ধ রাজনৈতিক আন্দোলনের মধ্য দিয়ে সমস্ত রাজনৈতিক দলের উপর চাপ সৃষ্টি করে নতুন কেন্দ্রীয় সরকারকে হিন্দুস্তান পেপার কর্পোরেশনকে আবার বাঁচিয়ে তুলতে বাধ্য করানোর চেষ্টার পাশাপাশি এ বিষয়ে আইনের দ্বারস্থ হওয়ার কথাও ভাবা হচ্ছে বলে মঞ্চের পক্ষ থেকে জানানো হয়।
Comments are closed.