মেডিক্যালের ডাক্তারের নৃত্যের ভিডিও শেয়ার করলেন বলিউড অভিনেতা হৃত্বিক রোশন, "জীবন সার্থক", বললেন অরুপ সেনাপতি
শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ই.এন.টি বিভাগের জুনিয়র ডাক্তার অরুপ সেনাপতি ছোটবেলা থেকেই নাচের প্রতি আকৃষ্ট। হাসপাতালে এক মাসের ডিউটি শেষ হওয়ার খুশিতে একটি নাচের ভিডিও বানিয়ে রবিবার সন্ধ্যেবেলা ফেসবুকে শেয়ার করেন। এতে প্রশংসার ঝড় উঠে, প্রায় ৫০ হাজার মানুষ ভিডিওটি দেখেন। তবে এখনও আসল চমক বাকি ছিল। সোমবার দুপুরে বলিউডের বিখ্যাত অভিনেতা হৃত্বিক রোশন ভিডিওটি তার টুইটারে শেয়ার করেন। অরুপ সেনাপতির যে ভিডিওটি বানিয়ে ছিলেন সেটা ঋত্বিক রোশনের ‘ঘুঙরু’ গানের উপর ছিল। যার নাচ দেখে ভিডিওটি বানানো হয়েছে তিনি নিজেই যখন এটি শেয়ার করেন, তার থেকে বড় প্রাপ্তি হতে পারেনা। হৃত্বিক রোশন লিখেছেন, “আমি তোমার কাছ থেকে স্টেপগুলো শিখতে চাই।”
হৃত্বিক রোশন যে ভিডিওটি শেয়ার করেছেন সেটা সৈয়দ ফায়জান আহমেদ নামের এক ব্যক্তি আপলোড করেছিলেন। টুইটারে প্রায় পাঁচ হাজারের বেশি রিটুইট হয়েছে। সেই পাঁচ হাজারের তালিকায় নাম রয়েছে বলিউড অভিনেতা ঋত্বিক রোশনের সহ আরো অনেক সেলিব্রেটির।
Tell Dr Arup I’m gonna learn his steps and dance as good as him someday in Assam . Terrific spirit . 🕺🏻 https://t.co/AdBCarfCYO
— Hrithik Roshan (@iHrithik) October 19, 2020
আর মজার ব্যাপার হলো, চিকিৎসক অরূপ সেনাপতি ঋত্বিক রোশনের অন্ধভক্ত। ছোটবেলা থেকেই নাচের প্রতি তার অগাধ প্রেম। মাইকেল জ্যাকসন এবং ঋত্বিক রোশনের ভিডিও দেখেন, তাদের স্টেপগুলো শেখার চেষ্টা করেন। তবে নাচকে জীবনের মূল লক্ষ্য না রেখে চিকিৎসক হওয়ার জন্য এগিয়ে পড়েন। গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এম.বি.বি.এস শেষ করার পর পোস্ট গ্রেজুয়েশন স্তরে করোনা যোদ্ধা হিসেবে কাজ করেছেন। কিছুদিন আগে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড ওয়ার্ডের দায়িত্ব পান এবং টানা এক মাস কাজ করেন। কাজের শেষদিন দায়িত্ব শেষ হওয়ার পর স্মৃতি হিসেবে কিছু একটা করতে চাইছিলেন। তিনি নাচকে সঙ্গে নিয়েই জীবন কাটান। খুব দুঃখ হলেও নাচেন আবার খুব বেশি আনন্দিত হলেও নাচ। দায়িত্ব সেড়ে বাড়ি ফেরার খুশিতে ঋত্বিক রোশনের “ওয়ার” সিনেমার “ঘুঙরু” গানের উপর একটি ভিডিও তৈরি করেন। সেটা সাধারণভাবেই ফেসবুকে আপলোড করেন। অতীতেও শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পিপিই কিট পরা ডাক্তারদের ভিডিও ফেসবুকে এবং অন্যান্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। তবে এই ভিডিওটি সব সীমা ছাড়িয়ে যায়, বরাক উপত্যকা এবং আসামের গন্ডি পেরিয়ে টুইটারের মাধ্যমে দেশ বিদেশের মানুষের কাছে প্রশংসা কুড়োতে শুরু করে। একসময় ভিডিওটি চোখে পড়ে বলিউডের সর্বকালের অন্যতম সেরা নৃত্যশিল্পী তথা দক্ষ অভিনেতা হৃত্বিক রোশনের। বাকিটা ইতিহাস।
এরপর বলিউডের একঝাঁক তারকা প্রশংসায় এগিয়ে আসেন। অভিনেত্রী রিচা চাড্ডা, অভিনেতা অনুপ সোনি, রোহিত রয়, জাসিন আইউব, বীর দাস, সাংবাদিক ফে ডিসুজা সহ অনেকেই বলেছেন ইন্টারনেটে আজকের দিনে এটাই সেরা ভিডিও।
অরুপ সেনাপতি মূলত গুয়াহাটির ছেলে হলেও তিনি বর্তমানে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত। তার হাত ধরে আজ সারাদেশে প্রায় প্রত্যেকের মুখেই শোনা যাচ্ছে শিলচরের নাম। বরাক উপত্যকার প্রত্যেক ব্যক্তি এতে অত্যন্ত গর্বিত।
Comments are closed.