Also read in

মাধ্যমিকে ২২, উচ্চতর মাধ্যমিকে ১৫ পরীক্ষার্থী বহিস্কৃত হাইলাকান্দিতে

উচ্চতর মাধ্যমিক পরীক্ষায় সোমবার হাইলাকান্দি জেলায় ১৫ পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।। পরীক্ষা হলে অসৎ উপায় অবলম্বনের দায়ে আলগাপুর পাবলিক উচ্চতর বিদ্যালয়ে পাঁচ জন, গভর্ণমেন্ট ভি এম হায়ারসেকেন্ডারি স্কুলে পাঁচজন ও মহিলা কলেজে পাঁচজন পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়। এদিনের পরীক্ষায় মোট ১৭৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

অন্যদিকে মাধ্যমিক পরীক্ষার সমাজ বিজ্ঞান পরীক্ষায় সোমবার হাইলাকান্দি জেলায় বহিস্কৃত হলেন বাইশ পরীক্ষার্থী।। পরীক্ষা হলে অসৎ উপায় অবলম্বনের জন্য এদিন এন টি মডেল স্কুল পরীক্ষা কেন্দ্রে বারো জন, গভট.ভি এম এইচ এস স্কুল কেন্দ্রে তিন জন, সানারৈ মৈতেই উচ্চতর বিদ্যালয়ে দুই জন ও নিমাইচান্দপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে দুই জন, পাবলিক উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে একজন, হাইলাকান্দি টাউন হাই মাদ্রাসায় একজন ও কাটলিছড়া চালমার্স উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে একজন পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।

এদিন মোট ৬৮৫৩ জন পরীক্ষার্থী পরীক্ষা দেন। তাছাড়া একশো বারো জন অনুপস্থিত ছিলেন বলে জানা যায়।

Comments are closed.