Also read in

মাধ্যমিকের ফল প্রকাশিত হলো: মেধা তালিকায় বরাকের চার : কাছাড় -৩ , করিমগঞ্জ -১

আসাম সরকারের মাধ্যমিক শিক্ষা বোর্ড হাই স্কুল লিভিং সার্টিফিকেট পরীক্ষার (HSLC) ফলাফল ঘোষণা করেছে। এ বছর পাশের হার ৭২.৬৯ শতাংশ, গত বৎসর অর্থাৎ ২০২২ সালে পাশের হার ছিল ৫৬.৪৯।

বরাক উপত্যকার চারজন শিক্ষার্থী শীর্ষ ১০ র‌্যাঙ্কের মেধা তালিকায় জায়গা করে নিয়েছে। কবুগঞ্জের হলিক্রস স্কুলের সিনাম জাইফাবি চানু সর্বমোট ৬০০ নম্বরের মধ্যে ৫৯১ নম্বর নিয়ে চতুর্থস্থান অর্জন করেছে। এর ফলে চানু ২০২৩ সালে বরাক উপত্যকায় টপার হয়েছে। শিলচর কলেজিয়েট স্কুলের রিতাজা দেব ৫৮৬ নম্বর পেয়ে ৯ম স্থান অধিকার করেছে। হলি ক্রস এইচএস স্কুলের দীক্ষিতা ভট্টাচার্যও একই পজিশন পেয়েছে। বরাক উপত্যকার আরেক শিক্ষার্থী সুকন্যা দাস (রোল্যান্ডস মেমোরিয়াল হাই স্কুল, করিমগঞ্জ) ৫৮৬ নম্বর পেয়ে ৯ম স্থান অধিকার করেছে।

৮,৫১৭ জন শিক্ষার্থী ডিস্টিনশন মার্ক (৫১০ এবং তার বেশি) এবং ১৮,৬৫৩ স্টার মার্ক ( অর্থাৎ ৪৫০ বা তার বেশি) স্কোর করেছে। ২০২৩ সালের মাধ্যমিক (এইচএস এলসি) পরীক্ষায় ৪,১৫,৩২৪ জন প্রার্থী পরীক্ষায় বসেছিলেন এবং মোট ৩,০১,৮৮০ জনের মধ্যে ৯৪,৯১৩ জন প্রথম বিভাগে, ১,৪৮,৫৭৩ জন দ্বিতীয় বিভাগে এবং ৫৮,৯৩৪ জন তৃতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছেন।

Comments are closed.