মাধ্যমিকের ফলাফল : মেধা তালিকায় স্থান করে নিল শিলচর হলিক্রস স্কুলের বিশ্বদীপ নাথ
আসামের সেকেন্ডারি এডুকেশন বোর্ড (SEBA) আজ হাই স্কুল লিভিং সার্টিফিকেট পরীক্ষার (HSLC) ফলাফল ঘোষণা করেছে।
মোট ৫৯৭ নম্বর পেয়ে মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেছে লখিমপুর জেলার সেন্ট মেরি হাইস্কুলের রক্তোৎপল শইকিয়া। মাত্র এক নম্বরের ব্যবধানে নলবাড়ির লিটল ফ্লাওয়ার্স স্কুলের ভূয়াশী মেধী মেধা তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে।
শিলচরের জন্য গর্বের বিষয় হল , ডঃ বিদ্যুৎ নাথ ও প্রতীতি শিখা নাথের সন্তান হলিক্রস স্কুলের বিশ্বদীপ নাথ বরাক উপত্যকার একমাত্র ছাত্র হিসেবে মেধা তালিকায় স্থান করে নিয়েছে। ৬০০ নম্বরের মধ্যে ৫৮৮ পেয়ে বিশ্বদ্বীপ ১০ম স্থান দখল করেছে।
বরাক বুলেটিনের সাথে কথা বলতে গিয়ে বিশ্বদীপ নাথ বলে, “যখন আমি মেধা তালিকায় আমার নাম থাকার কথা জানতে পারি, আমি তা বিশ্বাস করিনি। কিন্তু অবশেষে, যখন আমি নিশ্চিত হলাম যে আমি মেধা তালিকায় স্থান পেয়েছি, তখন এটি ছিল খুবই আনন্দের। কারণ আমি মাধ্যমিক পরীক্ষার জন্য প্রস্তুতিতে সত্যিই কঠোর পরিশ্রম করেছি।”
সে আরও জানায়, “আমার কোনো নির্দিষ্ট সময় ছিল না। কিছু দিন আমি দিনে আট ঘণ্টা অধ্যয়ন করেছি, অন্যথায়, দিনে পাঁচ থেকে ছয় ঘণ্টা।” ভবিষ্যৎ পড়াশোনা নিয়ে সে জানায়,”আমি বিজ্ঞান বিভাগে পড়াশোনা করে গবেষণা মূলক কাজ করতে চাই।”
Comments are closed.