Also read in

মহাষ্টমীর ভোরে শিলচরে বিধ্বংসী অগ্নিকাণ্ড; হাসপাতাল রোডে ৮টি দোকান, ৪টি ঘর পুড়ে ছাই

ভোর রাত প্রায় সাড়ে তিনটে নাগাদ শিলচরের হাসপাতাল রোড এবং অম্বিকাপট্টি এলাকায় আগুনের শিখা দেখা যায়। প্যান্ডেলে প্যান্ডেলে ঘোরাঘুরি শেষে নিজের নিজের বাড়িতে ফিরে আসা স্থানীয় জনতা আগুনের শিখায় হতবাক হয়ে যান। ফায়ার ব্রিগেডের ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে গেলেও আগুনের উৎসে সহজে প্রবেশ করতে পারেনি।

আগুন জ্বলতে থাকে এবং ছড়িয়ে পড়তে থাকে। শিলচর সদরের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডি বরা বলেন, “আগুন নেভানোর কাজ এখনও চলছে, তবে আগুন নিয়ন্ত্রণে এসে গেছে”।

“আমরা এখন পর্যন্ত যা সংগ্রহ করেছি তা হল তিনটি বাড়ি এবং সাতটি দোকান পুড়ে গেছে। দমকল বাহিনী, পুলিশ এখনও তাদের কাজ চালিয়ে যাচ্ছে। তাই এই পরিসংখ্যানের পরিবর্তন হতে পারে,” রাঙ্গিরখাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ সমর জ্যোতি দাস জানান।

এলাকার স্থানীয়রা জানান, তারা সাত-আটটা বিস্ফোরণের শব্দ শুনেছেন। এগুলি এলপিজি সিলিন্ডার হতে পারে, যা আগুন বাড়তে থাকায় বিস্ফোরিত হয়। এই বিধ্বংসী অগ্নিকান্ড নিয়ন্ত্রণে এলেও এখনো স্থানীয় বাসিন্দারা আতঙ্কের মধ্যে রয়েছেন।

বিস্তারিত রিপোর্ট শীঘ্রই আসছে:

Comments are closed.