হাইলাকান্দিতে নর কঙ্কাল উদ্ধারে তীব্র চাঞ্চল্য
হাইলাকান্দির সোনাছড়া চা বাগানের চৌদ্দ নম্বর সেকশনের জঙ্গলে নরকংকাল উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে । কাটলিছড়া পুলিশ কঙ্কাল উদ্ধার করে তদন্ত শুরু করেছে।
এদিন সাতসকালে নরকঙ্কাল উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই বাগানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বাগানের পুরুষ, মহিলারা দল বেঁধে কঙ্কালসার দেহ দেখতে বাগানের চৌদ্দ ১৪ নম্বর সেকশনে ভিড় জমান । খবর পেয়ে কাটলিছড়া থানার ওসি নিতাই চান্দ সিংহ, সেরেস্তাদার বিধান দাসের নেতৃত্বে পুলিশ, সি আর পি এফ বাহিনী দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে
কঙ্কালসার দেহ উদ্বার করে থানায় নিয়ে আসেন। জানা গেছে, উদ্বার হওয়া কঙ্কালটি চার পাঁচ টুকরোয় পাওয়া যায় । সোমবার সকালে ময়না তদন্তের জন্য এই নরকঙ্কাল হাইলাকান্দি এস কে রায় সিভিল হাসপাতালে প্রেরন করা হবে ।
এদিকে, এই কঙ্কালসার দেহ বাগানের প্রাক্তন শ্রমিক সনৎ তন্তুবাইয়ের বলে দাবি করেছেন সনৎ তন্তুবাইয়ের স্ত্রী পুতুল তন্তুবাই। কাটলিছড়া থানার ওসি এন সি সিংহ জানান, কঙ্কাল গুলো সনতের কঙ্কাল কিনা তা তদন্তে ধরা পড়বে। স্ত্রী পুতুল কঙ্কালসার দেহের সঙ্গে থাকা কিছু কাপড় তার স্বামীর বলে শনাক্ত করেছেন।
হাইলাকান্দি চা কল্যান বোর্ডের সদস্য অমর গোয়ালা বলেন গতকাল বিকালে বাগানের গরু চরিয়ে ফেরার পথে শ্রমিকরা বাগানের চৌকিদারকে কঙ্কালের খবর জানান। বাগান ফ্যাক্টরির পশ্চিম দিকে প্রায় দুশো মিটার দূরে পরিত্যক্ত টিলার চৌদ্দ ১৪ নম্বর সেকশনের জঙ্গলে কঙ্কালসার দেহ পড়ে রয়েছে বলে তারা চৌকিদার কে জানান। ।চৌকিদার সাথে সাথেই বিষয়টি ম্যানেজার অমিতাভ ঝাকে জানান; ম্যানেজার ঝা ঘটনাটা পুলিশের নজরে আনেন।
Comments are closed.