আসাম বিশ্ববিদ্যালয়ে অনশনের দ্বিতীয় দিনে দুই ছাত্র অসুস্থ,কর্তৃপক্ষ ছাত্রদের ব্যথা বুঝতে অপারগ;অভিযোগ ছাত্র ইউনিয়নের
শিলচরের আসাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত অনশন ধর্মঘটের দ্বিতীয় দিনে এখন পর্যন্ত তিন ছাত্রকে হাসপাতালে প্রেরণ করতে হয়েছে। উল্লেখ্য, আসাম বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সদস্যরা এবং অন্যান্য শিক্ষার্থীদের একটি অংশ কর্তৃপক্ষের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ধর্মঘট পালন করছে। অনশন কর্মসূচির আজ দ্বিতীয় দিন হলেও ধর্মঘট শুরু হয়েছে গত ১০ ফেব্রুয়ারি থেকে। নিয়মানুবর্তিতা লঙ্ঘনের জন্য গবেষক মিলন দাসকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দু বছরের জন্য সাময়িকভাবে বহিষ্কার করেছেন। উল্লেখ্য, পরিবেশ বিজ্ঞান বিভাগের গবেষক মিলন দাস ছাত্র সংসদের প্রাক্তন সভাপতি ছিলেন।
“কর্তৃপক্ষ আমাদের ব্যথা সম্পূর্ণভাবে উপেক্ষা করছেন।অনশন চলাকালীন ডাক্তার এবং প্যারামেডিক্যাল কর্মীদের সহায়তা পাওয়া যাবে বলে রেজিস্ট্রার আমাদের আশ্বাস দিয়েছিলেন। অথচ মেইন গেটের সামনে কোন ডাক্তার ছিলেন না যেখানে আমরা প্রতিবাদ জানাচ্ছি। তাই এটি স্পষ্ট,রেজিস্টার চান আসাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ুক”, অভিযোগের সুরে ছাত্র ইউনিয়নের সভাপতি বিশ্বরূপ ভট্টাচার্য্য একথাগুলো বলেন।ইউনিয়নের সভাপতি আরো জানালেন যে গতকাল একজন ছাত্রী অসুস্থ হয়ে পড়েছিলেন এবং আজ একজন ছাত্র এবং একজন ছাত্রীকে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ছাত্র ইউনিয়নের অন্য এক সদস্যের কাছ থেকে জানা গেল, তারা আশেপাশের এলাকা থেকে ডাক্তার ডাকতে বাধ্য হন, যখন আসাম বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য কেন্দ্র তাদেরকে সহায়তা করেনি।
Comments are closed.