Also read in

বারিকনগর গৃহবধূ হত্যার অভিযোগের মামলায় স্বামী ও শাশুড়ি গ্রেফতার

গত রোববার রাতে বারিকনগরের দ্বিতীয় খণ্ডে নাজমিন সুলতানা নামক এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় স্বামীসহ পাঁচজনের বিরুদ্ধে হত্যার মামলা দায়েরের পর গৃহবধূর স্বামী কামরুল হোসেন ও তার শাশুড়ি মোলেছা বেগমকে আটক করেছে পুলিশ। বর্তমানে তাদের পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

উল্লেখ্য, সোনাবাড়ীঘাটে নিজ বাড়িতে গৃহবধূর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সোনাবাড়ীঘাটের এলাকাবাসী গৃহবধূর লাশ নিয়ে আসামিদের গ্রেফতারের দাবিতে সড়ক অবরোধ করে।

এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী গণমাধ্যমকে বলেন, “আমরা এই ঘটনার হত্যাকারী এবং ষড়যন্ত্রকারী পাঁচ আসামিকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। এখন পর্যন্ত একজনও আসামি গ্রেপ্তার হয়নি এবং তারা অবাধে ঘুরে বেড়াচ্ছে। অন্য কোন উপায় না পেয়ে আমরা রাস্তা অবরোধ করতে বাধ্য হয়েছি। অভিযুক্তদের গ্রেফতার না করা পর্যন্ত রাস্তা অবরোধ থাকবে। আমরা জেলা প্রশাসনের কাছে দাবী করছি অপরাধীদের ফাঁসি দিয়ে দ্রুত বিচারের জন্য দ্রুত বিচার আদালতে হাজির করা হোক।”

এখন দেখার বিষয় হলো স্থানীয় জনগণের দাবি মেনে গ্রেফতার হওয়া ব্যক্তিদেরকে ফাস্ট ট্রাক কোর্টে পেশ করা হয় কি না।

Comments are closed.