আমি অন্যদের মত আরও একজন কোভিড রোগী মাত্র! চাই না ভিআইপি ট্রিটমেন্ট; বিধায়ক কৃষ্ণেন্দু পাল
গতকাল পাথারকান্দির বিধায়ক বিজেপির কৃষ্ণেন্দু পালের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। গত ১৮ জুন সংগৃহীত তার লালারসের নমুনার ফলাফল গতকাল প্রকাশ করা হয়। তাতেই তার করোনা পজিটিভ আসার খবর জানা যায়। তিনি এখন করিমগঞ্জ সিভিল হাসপাতালে রয়েছেন।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিধায়ক বরাক বুলেটিনের সঙ্গে কথা বলেন। তিনি জানান , “আমি ভালো আছি। আমার কোন কম্প্লিকেশন নেই।”
এখানে উল্লেখ করা যায়, পালের কোন ধরনের ট্র্যাভেল ইতিহাস নেই। তবে তিনি কোয়ারেন্টাইন সেন্টার, কোভিড হাসপাতাল পরিদর্শন করেন। তার ধারণা, সেখান থেকেই তিনি আক্রান্ত হয়েছেন।
তিনি সেইসঙ্গে করিমগঞ্জের জনগণের কাছে আবেদন জানিয়েছেন যে খুব জরুরি না হলে বাইরে না বেরোনোর জন্য। এটা যেমন তার সঙ্গে ঘটেছে ঠিক একইভাবে যে কোনো কারোর সঙ্গেই ঘটতে পারে। তিনি বলেন, “ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার একমাত্র উপায় হলো, বারবার হাত ধোয়া, সামজিক দূরত্ব বজায় রাখা এবং যতটা সম্ভব ভিড় থেকে দূরে থাকা।”
এখন পর্যন্ত হাসপাতালের অনেক রোগী এবং কোয়ারান্টাইন সেন্টারের লোকেরা বিভিন্ন কারণে সুযোগ-সুবিধা তথা ব্যবস্থা সম্পর্কে অভিযোগ জানিয়ে আসছেন। অন্যদিকে কৃষ্ণেন্দু পাল একজন নির্বাচিত বিধায়ক। তবু তিনি বললেন, “আমি আরও একজন কোভিড রোগী মাত্র! হাসপাতলে আমার জন্য কোন ভিআইপি ট্রিটমেন্টের প্রয়োজন নেই। আমার চিকিৎসকদের ওপর সম্পূর্ণ বিশ্বাস রয়েছে। এবং আমি চাই, জনগণও রাজ্য ও কেন্দ্রীয় সরকারের প্রতি বিশ্বাস রাখেন।”
তিনি সাফাই কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, যারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে কোভিড ব্লক পরিষ্কার রাখছেন। “তারাও মানুষ, এবং তারা যা করছেন তার প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত।” তিনি যোগ করেন।
তিনি করিমগঞ্জ সিভিল হাসপাতাল এবং বরাক উপত্যকার অন্যান্য হাসপাতালের সব রোগীদের প্রতি আবেদন জানান, হাসপাতালের মেডিক্যাল স্টাফ, স্বাস্থ্যকর্মী এবং অন্যান্য কর্মীদের সঙ্গে সহযোগিতা করার জন্য।
Comments are closed.