Also read in

হিন্দুদের ঋণ শোধ করতে বিজেপিতে যোগ দিয়েছি, দলের সাধারণ কর্মী হিসেবেই থাকতে চাই: গৌতম রায়

আমি মনেপ্রাণে একজন হিন্দু, হিন্দুদের ভোটেই এত বছর জয়ী হয়েছি, এবার হিন্দুদের ঋণ শোধ করতে বিজেপিতে যোগ দিয়েছি। আজকের দিনে একমাত্র বিজেপি দলই হিন্দুদের জন্য ভাবে, বাকিরা নিজেদের স্বার্থ নিয়ে ব্যস্ত। আমি দলে একজন কর্মকর্তা হিসেবে যোগ দিয়েছি এবং কর্মকর্তা হিসেবে নিজের দায়িত্ব পালন করে যাব, এমনটাই বললেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া প্রাক্তন কংগ্রেস নেতা গৌতম রায়।সোমবার গুয়াহাটিতে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেওয়ার পর বুধবার ঘরে ফেরেন প্রাক্তন মন্ত্রী। এদিন বিকেলে কাছাড় জেলা বিজেপির কার্যালয়ে ছোটখাটো সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অংশ নিয়ে নিজের মনের কথা ব্যক্ত করেন তিনি।

গৌতম রায় বিজেপিতে যোগ দেওয়ায় হাইলাকান্দি সহ উপত্যকার বিভিন্ন এলাকায় দলের কর্মকর্তাদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। অনেকেই প্রকাশ্যে এর বিরোধিতা করছেন। এব্যাপারে রায়ের বয়ান, আমি বিজেপিতে যোগ দেওয়ায় বিপরীত প্রতিক্রিয়া দেখা দিয়েছে, এমনটা এখনো আমার চোখে পড়ে নি, তবে আমি এসবের ভয় পাইনা। আমি আজ হাইলাকান্দিতে ফিরব এবং একাই সবার সামনে দিয়ে হাঁটবো। যার বিরোধিতা করার আছে সামনে এসে করুক, আমি তাদের কথা শুনতে এবং অভিযোগের উত্তর দিতে রাজি আছি।বিজেপি হিন্দুদের দল এবং এই দলটি কোনদিনই দুর্বল ছিলনা। কোনও দল বা দলের নেতা জনগণ তৈরি করেন, আজকের দিনে সারাদেশের মানুষ বিজেপির পাশে রয়েছেন, আমিও আজ থেকে দলের একজন সদস্য। জীবনের শেষদিকে বিজেপির মত স্বচ্ছ এবং শক্তিশালী দলের সদস্য হয়েই কাটাতে চাই।

নিজের রাজনৈতিক জীবনের বেশিরভাগ সময় কংগ্রেস কর্মী থাকার পরও শেষ বেলায় এসে বিজেপিতে যোগ দিলেন। তার পথ অনুসরণ করে কংগ্রেস দলের আর কোন্ কোন্ নেতা বিজেপিতে আসতে পারেন এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা প্রত্যেকে নিজের বিশ্বাস নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হই। আমি এত বছর কংগ্রেস দলের সেবা করেছি। কিন্তু এখন বুঝতে পারছি, হিন্দুদের স্বার্থে বিজেপিতে যোগ দেওয়া প্রয়োজন, তাই এখানে এসেছি। সবাই মিলে ‘জয় শ্রীরাম’ এবং ‘ভারত মাতা কি জয়’ বলে এগিয়ে যাবো, এটাই আপাতত আমার উদ্দেশ্য।

Comments are closed.