"আমার সংস্পর্শে আসা ব্যক্তিরা প্রশাসন এবং স্বাস্থ্য দপ্তরের সাথে যোগাযোগ করে পরীক্ষা করান," : সুস্মিতা দেব
গতকাল কাছাড় জেলায় বেশ কয়েক জন কোভিড আক্রান্ত হয়েছেন, এরমধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলেন শিলচরের প্রাক্তন সাংসদ তথা মহিলা কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী সুস্মিতা দেব।
এই সংক্রমণের পরিপ্রেক্ষিতে সাংসদ নিজের ফেসবুক পেজে এক পোস্টে আবেদন রেখেছেন যে , বিগত সাত দিনে উনার সংস্পর্শে আসা সবাই যেন স্বেচ্ছাপ্রণোদিত হয়ে প্রশাসন তথা স্বাস্থ্য দপ্তরের সাথে যোগাযোগ করে পরামর্শ গ্রহণ করেন এবং টেস্ট করিয়ে নেন।
সাংসদ আরও জানিয়েছেন যে, শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগের প্রদত্ত রিপোর্ট অনুযায়ী তিনি কোভিড পজিটিভ। তবে তার নিজের দেহে সংক্রমনের কোন লক্ষণ নেই।
প্রাক্তন সাংসদের কোভিড পজিটিভ হওয়ার খবরে উপত্যকা জুড়ে তীব্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। সাংসদ সুস্মিতা দেব লকডাউন পর্বে দিল্লিতে আটকা পড়েছিলেন এবং গত ১১ জুন দিল্লি থেকে স্পাইস জেটের বিমানে কুম্ভীরগ্রাম বিমানবন্দরে পৌঁছান। নিয়মমাফিক ১৪ দিন হোম কোয়ারান্টিনে ও ছিলেন। তবে, সম্প্রতি সুস্মিতা দেব শিলচরে বেশ কিছু কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। দলীয় সভায় বক্তৃতা দেওয়ার পাশাপাশি সাংবাদিক সম্মেলন করেছেন, মাস্ক বিতরণ করেছেন, সর্বভারতীয় পর্যায়ে দলের ডাকা আন্দোলন কর্মসূচিতে ও যোগদান করেছেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী, সাংসদের তারাপুর, কালীমোহন রোডস্থ বাসভবনে বর্তমানে ঘনিষ্ঠ আত্মীয়-স্বজন কেউ নেই। সুস্মিতা দেবের মা তথা প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষ মহোন দেবের পত্নী শ্রীমতি বিথীকা দেব বর্তমানে স্পেনে রয়েছেন।
এদিকে, সাংসদ তথা সর্বভারতীয় কংগ্রেস নেত্রীর কোভিডে আক্রান্ত হওয়ার খবরে শিলচর কংগ্রেসের প্রধান কর্মস্থল ‘ইন্দিরা ভবন’ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। দলের প্রশাসনিক সচিব রাহুল আলম লস্কর এক বিবৃতিতে জানিয়েছেন, উদ্ভূত পরিস্থিতিতে এই সিদ্ধান্ত নিয়েছেন জেলা সভাপতি প্রদীপ দে যা কার্যকর হয়েছে ৯ জুলাই বৃহস্পতিবার থেকে।
সাংসদ ছাড়াও গতকাল কাছাড় জেলায় আরো অনেক কোভিড সংক্রমনের কবলে পড়েছেন। শিলচরের সাংসদ রাজদীপ রায় প্রদত্ত ফেসবুক পোস্টে পাওয়া তথ্য অনুযায়ী বরাক উপত্যকায় গতকাল সর্বমোট ৪৩ জনের দেহে কোভিড সংক্রমণ ধরা পড়েছে যার মধ্যে কাছাড় জেলার ৩১ এবং হাইলাকান্দির ১২ জন রয়েছেন ।
রাজ্যের স্বাস্থ্য মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার টুইট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, সমগ্র আসামে গতকাল একদিনে আক্রান্ত হয়েছেন ৬৯৬। ফলে কোভিড আক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে ১৪,০৩২ । এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন আট হাজার সাতশ ছাব্বিশ জন এবং সক্রিয় রোগীর রয়েছেন ৫২৮১ জন; ইতিমধ্যে ২২ জনের মৃত্যু ঘটেছে ।
Comments are closed.