Also read in

ইসলাম কবুল করে বিয়ে করেছি, জানালেন দুধপাতিল গ্রামের সেই "অপহৃতা"

দুধপাতিল গ্রামের যুবতী অপহরণের অভিযোগে ভিনধর্মী তিন ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছিল মালুগ্রাম পুলিশ ফাঁড়িতে, অভিযুক্তরা ছিলেন আফজল হোসেন বড়ভূঁইয়া, আমজাদ বরভূঁইয়া ও সালাম বরভূঁইয়া; মামলা করেছিলেন যুবতীটির বাবা। এজাহারে বলা হয়েছিল গত ১৭ জুন থেকে মেয়েটি নিখোঁজ। ২০ জুন রাতে অন্যতম অভিযুক্ত আমজাদ ফোন করে জানায় যে, মেয়েটি আফজলের সাথে মিজোরামে রয়েছে। গত শুক্রবার মালুগ্রাম পুলিশ ফাঁড়িতে মামলা করতে মেয়েটির পরিবারের সঙ্গে আসা প্রচুর সংখ্যক গ্রামবাসী এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে ২৪ ঘন্টা সময়সীমা বেঁধে দিয়েছিলেন।

এদিকে গতকাল এক ভিডিও পাঠিয়ে মেয়েটি জানিয়ে দিল, “আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, বিয়েও করেছি আফজলকে, আমি স্বেচ্ছায় তার সঙ্গে গেছি, কেউ আমাকে অপহরণ করে নি।” মিজোরাম থেকে পাঠানো এই ভিডিওর মাধ্যমে তথাকথিত অপহৃতা শশী রানী নাথ( পরিবর্তিত নাম) জানালেন যে এই ঘটনায় আফজল কোন অবস্থায়ই দায়ী নয় । তার বাবা থানায় গিয়ে যে অভিযোগ জানিয়েছিলেন, আফজল হোসেন লস্কর তাকে অপহরণ করেছে তা সম্পূর্ণ ভুল। তার বাবা গ্রামের জনগণকে নিয়ে থানায় যে রিপোর্ট করেছেন, তা গ্রামের মানুষের চাল বলে জানান তিনি।

এই ঘটনায় পুরো এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে।

Comments are closed.