"পরীক্ষা হলে ১৫ থেকে ২০ জুলাইয়ের মধ্যেই হবে, অন্যথায় নয়", হিমন্ত বিশ্ব শর্মা
মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়া নিয়ে অনেক জল্পনা কল্পনার পর এবার স্পষ্ট ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। আজ এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন যে, শিক্ষাবিভাগ জুলাই মাসের মধ্যভাগ থেকে পরীক্ষা নেওয়ার চেষ্টা করবে। পরীক্ষার প্রশ্নপত্র অব্জেক্টিভ টাইপ এর হবে । তাই কোন ছাত্র একশোর মধ্যে একশো ও পেতে পারে। কোভিড নিয়ম মেনে পরীক্ষা নেওয়া হবে।
তবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়া নিয়ে প্রাথমিক শর্ত হলো পরীক্ষা নেওয়া সম্ভব হবে যদি পজিটিভিটি দুই শতাংশের নিচে থাকে।
মুখ্যমন্ত্রী বলেন,’ছাত্রানাং অধ্যয়নং তপঃ’, তাই ছাত্রদেরকে পড়াশোনা করতে হবে। অসমের অভিভাবকরা এবং বিভিন্ন ছাত্র সংগঠন বিশেষ করে আসু জানিয়েছে যে আসামে পরীক্ষা ঠিকঠাক করা হয়ে থাকে। আসামের পরীক্ষার সাথে অনেক কিছু জড়িত আছে।সরকারের অনেক কার্যসূচি এই পরীক্ষার উপর নির্ভরশীল। আজ যদি পরীক্ষা না নেওয়া হয় তাহলে আনন্দরাম বরুয়া পুরস্কার কাকে দেওয়া হবে , স্কুটি কাকে দেওয়া হবে !
যে তারিখে পরীক্ষার কথা ঘোষণা করা হবে সেই সময় পজিটিভিটি দুই শতাংশের নিচে থাকতে হবে যদি বেশি থাকে, তাহলে ছাত্র-ছাত্রীদের জীবনের রিস্ক নিয়ে লাভ নেই । তখন পরীক্ষা বাতিল করা হবে এবং স্কুল কর্তৃপক্ষের ইভালুয়েশনকে ভিত্তি করে ছাত্র-ছাত্রীদের মার্কস দেওয়া হবে।
সম্ভাব্য তারিখ উল্লেখ করে তিনি আরো জানান, ১৫ জুলাই থেকে ২০ জুলাই এর মধ্যে এই পরীক্ষা নেওয়া সম্ভব হতে পারে। তাহলে এক তারিখে পজিটিভিটি দুই শতাংশের নিচে থাকতে হবে।
Comments are closed.