Also read in

বরাকে মাদকাসক্তি বাড়ছে : এবার হাইলাকান্দিতে হেরোইন সহ ধৃত এক যুবক

বরাকে মাদকাসক্তি বাড়ছে : এবার হাইলাকান্দিতে হেরোইন সহ ধৃত এক যুবক

হাইলাকান্দি জেলার কাটলিছড়া থানাধীন বাংলাথল এলাকা থেকে হেরোইন সহ এক যুবককে গ্রেফতার করল কাটলিছড়া পুলিশ। ধৃত যুবকের নাম রবিজুল ইসলাম লস্কর, বাড়ি দক্ষিন হাইলাকান্দির কিল্লারবাক এলাকায়।

জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে গোপন সুত্রের খবরের ভিত্তিতে দক্ষিন হাইলাকান্দির কারিছড়া ফাঁড়ির ইনচার্জ বিধান দাসের নেতৃত্বে পুলিশ এদিন কাটলিছড়া গ্রান্ট এলাকায় ওৎ পেতে থাকে। একসময় রবিজুল ইসলাম সেখানে হেরোইন নিয়ে পৌঁছালে এ এস আই বিধান দাস তাকে হাতেনাতে পাকড়াও করেন।। খবর পেয়ে কাটলিছড়া থানার ওসি নিতাই চান্দ সিংহ ও ঘটনাস্থলে ছুটে যান।।

পুলিশ রবিজুল ইসলামের কাছ থেকে পাঁচ গ্রাম হেরোইন উদ্ধার করে। এরপর পুলিশ তাকে গ্রেফতার করে কাটলিছড়া থানায় নিয়ে আসে। কাটলিছড়া সহ দক্ষিন হাইলাকান্দিতে ড্রাগস, হেরোইন পাচার চক্রের মুল পান্ডাদের গ্রেফতার করতে কাটলিছড়া পুলিশ ধৃত রবিজুল কে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে।

কাটলিছড়া থানায় রবিজুলের বিরুদ্ধে একটি মামলা নথিভুক্ত করে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।।

এখানে উল্লেখ্য যে সমগ্র বরাক উপত্যকা জুড়ে মাদকাসক্তি দিন দিন বেড়ে চলেছে। পুলিশ অভিযানে মাঝে মাঝে এগুলো ধরা পড়লেও এই আসক্তি রোধ করা যাচ্ছে না।

Comments are closed.

error: Content is protected !!