Also read in

অবৈধ অনুপ্রবেশ : সাজাভোগের পর সুতারকান্দি দিয়ে নিজদেশে ফিরলেন ছয় বাংলাদেশি

ভারতে অবৈধভাবে প্রবেশের দায়ে রাজ্যের বিভিন্ন জেলহাজতে দীর্ঘদিন কারাবাসের পর মঙ্গলবার দুপুরে সুতারকান্দি বিয়ানীবাজারের শেওলা শুল্ক স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশি নাগরিক তাদের দেশে ফিরেছেন। বিএসএফ, আসাম পুলিশের সীমান্ত শাখা, শেওলা ইমিগ্রেশন পুলিশ ও বিজিবির কাছে এই বাংলাদেশি নাগরিকদের হস্তান্তর করা হয় ।

দীর্ঘদিন ভারতের জেলহাজতে কাটানোর পর দেশে ফেরার খবর পেয়ে সকাল থেকেই শেওলা শুল্ক স্থলবন্দরে আসেন তাদের স্বজনরা।
জেলহাজত থেকে বাংলাদেশে ফেরত যাওয়া ব্যক্তিরা হলেন- নোয়াখালীর সুবর্ণচর থানার জাহাজ বাজবার গ্রামের মো. ইব্রাহিম, পটোয়াখালীর কলাপাড়া বাদুরতলীর হাবিব মোল্লা, লালমনিরহাটের হাতিবান্ধা থানার বেলাগুড়ি গ্রামের হামিরুল ইসলাম, কিশোরগঞ্জের নিকলীর পাড়া বাজিতপুর গ্রামের মো. কামাল হোসেন, যশোর কতোয়ালীর ফতেপুর গ্রামের মোছা. জাহানারা বেগম ও বাগেরহাটের কচুয়ার বাদহাল গ্রামের আলম খান ওরফে সহিদুল ইসলাম । এর মধ্যে মোঃ ইব্রাহিম ছিলেন তেজপুর সেন্ট্রাল জেলে, হাবিব মোল্লা এবং জাহানারা বেগম ছিলেন শিলচর সেন্ট্রাল জেলে, হামিরুল ইসলাম ছিলেন ডিব্রুগড় সেন্ট্রাল জেলে এবং আলম খান ছিলেন গোয়ালপাড়া সেন্ট্রাল জেলে ।

জানা যায়, বেশি রোজগারের আশায় তারা দালালদের মাধ্যমে অবৈধ ভাবে পাড়ি জমান ভারতে। কিছু দিন কাজ কর্ম করার পর সীমান্ত সুরক্ষা বাহিনীর হাতে আটক হন তারা। পরে তাদের ঠাঁই হয় কারাগারে। বর্তমানে দেশে ফিরে অনেকেই ফেলেছেন স্বস্থির নিশ্বাস। দীর্ঘদিন পর স্বজনদের কাছে পেয়ে তারা ছিলেন উৎফুল্ল।

হস্তান্তর প্রক্রিয়ার ভারতের পক্ষে তখন উপস্থিত ছিলেন আসাম পুলিশের এএসপি বিরেশ্বর সনওয়াল, কাস্টমস আধিকারিক সমরেন্দ্র চক্রবর্তী সহ বিএসএফ আধিকারিকরা । বাংলাদেশের পক্ষে তখন উপস্থিত ছিলেন কোম্পানী কমান্ডার মনির মিয়া এবং বিয়ানীবাজার থানার এসআই আব্দুর রব সহ ইমিগ্রেশনের পুলিশ আধিকারিকরা ।

Comments are closed.

error: Content is protected !!