Also read in

শিলং রোডে দুর্ঘটনায় প্রাণ হারালেন শিলচরের গৌতম রায় ও প্রহ্লাদ ব্রহ্মচারী

শিলং-গুয়াহাটি মহাসড়কে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন শিলচরের ব্যবসায়ী গৌতম রায় এবং আইরংমারা রামকৃষ্ণ গোপাল জিউর আখড়ার প্রহ্লাদ ব্রহ্মচারী। প্রহ্লাদ ব্রহ্মচারী ছিলেন আখড়ার বৈষ্ণব এবং গৌতম রায় ব্যবসায়ী।

অসুস্থ ব্রহ্মচারীকে অ্যাম্বুলেন্সে গুয়াহাটি নিয়ে যাওয়ার পথে এই ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার ভোরে। এক ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান গৌতম রায়। প্রমোদ দাসকে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়। নংপুতে সংগঠিত এই ঘটনায় আহত হন মহিলাসহ তিন ভক্ত। দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্সের চালক নিখোঁজ হয়ে যায়।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, শিলংয়ের নিগ্রিমস হাসপাতালে থেকে উন্নত চিকিৎসার জন্য প্রহ্লাদ ব্রহ্মচারীকে অ্যাম্বুলেন্সে গুয়াহাটি নিয়ে যাচ্ছিলেন ভক্ত গৌতম রায়। গুয়াহাটি যাওয়ার পথে মালবোঝাই একটি লরির পেছনে সজোরে ধাক্কা মারে এম্বুলেন্স।

ফটক বাজারের স্বনামধন্য ব্যবসায়ী গৌতম রায়ের বাড়ি সোনাই রোড- হাইলাকান্দি রোডের সুকান্ত সরণিতে। ধর্মপ্রাণ গৌতম রায়ের দুই কন্যা এবং স্ত্রী বর্তমান। পরোপকারী গৌতম রায়ের এই মর্মান্তিক মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

Comments are closed.

error: Content is protected !!