Also read in

বি ডিভিশনে চ্যাম্পিয়ন ইটখলা স্পোর্টিং, শ্বাসরুদ্ধকর ফাইনালে এক রানে হেরে গেল ক্লাসমেটস

শিলচর ডিএসএর বি ডিভিশন প্রাইজ মানি লিগ কাম নকআউট ক্রিকেটে চ্যাম্পিয়ন হলো ইটখলা স্পোর্টিং। রবিবার টানটান উত্তেজনাকর ফাইনালে ইটখোলা কেবল এক রানে হারিয়ে দেয় ক্লাসমেটস ইউনিয়নকে। চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে আগামী বছর প্রথম বিভাগীয় ক্রিকেটে খেলার ছাড়পত্র আদায় করল ইটখোলা স্পোর্টিং। উল্টোদিকে, কেবল এক রানের জন্য ক্লাসমেটের স্বপ্ন অধরাই থেকে গেল।

এদিন ইন্ডিয়া ক্লাব মাঠে টসে জেতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ক্লাসমেট। ব্যাটিং এর আমন্ত্রণ পেয়ে নির্ধারিত ৩০ ওভারে ৯ উইকেটে ১৬৯ রান করে ইটখোলা স্পোর্টিং। শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে ইটখোলা। ফলে সেভাবে বড় পার্টনারশিপ গড়ে তুলতে পারিনি তারা। তিন নম্বরে ব্যাট করতে নেমে ৩৯ রানের ইনিংস খেলেন অভিজ্ঞ বিশাল তিওয়ারি। তবে দলের সর্বাধিক রান ছয় নম্বরে ব্যাট করতে নামা রোহিত দাসের (৪১)। এছাড়া উল্লেখযোগ্য অবদান রাখেন কৃষ্ণ সিং ১৭ এবং রাহুল সিং ১৫। অতিরিক্ত থেকে আসে ৩৫। তিন উইকেট নেন মনোজিৎ রুদ্র পাল (৩-৪০)। দুটি নেন বিশাল রুদ্র পাল।

রান তাড়া করতে নেমে ক্লাসমেটসের শুরুটা দারুন করে দেন দুই ওপেনার অমনদীপ গোয়ালা (৩৪) ও পুরন্দর সিং (২৬)। দুজনের ওপেনিং জুটিতে ওঠে ৭০। অমনদীপ ফিরে গেলেও ম্যাচ তখন নিয়ন্ত্রণে ছিল ক্লাসমেটের। তবে ওপেনিং জুটি ভাঙতেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে তারা। যার ফলে একটা সময় ১৩২ রানের সাত উইকেট হারিয়ে প্রচন্ড চাপে পড়ে যায়। উল্লেখযোগ্য অবদান রাখেন বিশাল নাগ ২৯, মনোজিৎ রুদ্র পাল ১৯ এবং রিপু মজুমদার ১৬। লোয়ার মিডল অর্ডারের লড়াকু ব্যাটিংয়ে ফের ম্যাচে ফিরে আসে ক্লাসমেট। তবে ইটখোলার দুরন্ত বোলিংয়ের সামনে ১৬৮ রানে অলআউট হয়ে যায় তারা।

প্রায় হাতছাড়া ম্যাচ কে জয়ে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ইটখোলার ডান হাতি পেসার দীপঙ্কর দাস। ছয় ওভারে কেবল ৭ রান দিয়ে তিন উইকেট তুলে নেন তিনি। তার বোলিং বিশ্লেষণ ছিল ৬-৩-৭-৩। এছাড়া ভালো বোলিং করেন রাহুল সিং (২-৩৫)। চ্যাম্পিয়ন হওয়ার সুবাদ ে ট্রফি সহ ১২ হাজার টাকা পেল ইটখোলা। রানারআপ ক্লাসমেট পেয়েছে ট্রফি সহ ৮ হাজার টাকা। দুরন্ত বোলিংয়ের জন্য ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হন ইটখোলার দীপঙ্কর দাস।

Comments are closed.