নতুন প্রতিভা তুলে আনার উদ্দেশ্য নিয়ে শুরু হয়েছিল সুনীল-মঞ্জুশ্রী দত্ত স্মৃতি আন্তঃস্কুল ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ। প্রথম বছরই ভালো সাড়া মিলেছিল। তবে করোনার জন্য গত দু বছর আন্তঃস্কুল এই চ্যাম্পিয়নশিপ আয়োজন করতে পারেনি শিলচর জেলা ক্রীড়া সংস্থা। এবার ও অর্থাৎ ২০২২-২৩ মরশুমের আসর কিছুটা দেরিতে অনুষ্ঠিত হলো। তবে দেরিতে হলেও দারুণ সাড়া মিলল চ্যাম্পিয়নশিপে। ২৫টি স্কুলের ১৫৯ জন প্রতিযোগী টুর্নামেন্টে অংশ নেন। যা এক রেকর্ড।
গত ১৩ মে থেকে ডি এস এর ইন্ডোরে শুরু হয়েছিল এই চ্যাম্পিয়নশিপ। আর ১৫ মে টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়। শুরু থেকেই এই টুর্নামেন্ট স্পনসর করছেন শৈবাল দত্ত। তিনি তার প্রয়াত ও বাবা ও মা-র স্মৃতিতে এই টুর্নামেন্টে উৎসর্গ করেছেন। এবার ছিল প্রতিযোগিতার দ্বিতীয় সংস্করণ।
বিজেন্দ্র প্রসাদ সিং নেতৃত্বাধীন কর্মসমিতির দায়িত্ব নেওয়ার পর এই প্রথম এই টুর্নামেন্ট আয়োজন করল। প্রতিযোগিতা থেকে যাতে অধিক সংখ্যক প্রতিভা তুলে আনা যায় তার জন্য কিছু সিদ্ধান্ত নিয়েছিল শিলচর জেলা ক্রীড়া সংস্থা। এবার এই ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে সবার জন্য দরজা খুলে দেওয়া হয়েছিল। শুধু সংস্থার সদস্য শিক্ষা প্রতিষ্ঠান নয়, যেসব শিক্ষাপ্রতিষ্ঠান সংস্থার সদস্য নয়, তাদের জন্য টুর্নামেন্টের দরজা খুলে দেওয়া হয়েছিল। এতে বেশ লাভ হয়। অধিক সংখ্যক প্রতিযোগী চ্যাম্পিয়নশিপে অংশ নেয়।
চ্যাম্পিয়নশীপে খেলা হয়েছে চারটি এজ গ্রুপে। ক্লাস টু থেকে ফাইভ (বয়েজ ও গার্লস)। ক্লাস ফাইভ থেকে সেভেন (বয়েজ ও গার্লস)। ক্লাস এইট থেকে টেন ( বয়েজ ও গার্লস) এবং ফাইভ থেকে টেন (বয়েজ ও গার্লস)। শিলচর জেলা ক্রীড়া সংস্থার সচিব বিজেন্দ্র প্রসাদ সিং জানান, করোনার জন্য ২০২১-২২ মরশুমের আসর আয়োজন করা সম্ভব হয়নি। তবে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। স্পন্সর শৈবাল দত্ত সব ধরনের সহযোগিতা করছেন। সবকিছু ঠিক থাকলে এবছর শীতে ২০২১-২২ মরশুমের আসর আয়োজন করা যেতে পারে।
চ্যাম্পিয়নশীপে মেয়েদের ফাইভ টু এইট বিভাগে চ্যাম্পিয়ন হন কে সোনাক্ষী সিং। রানার আপ অভিধা সাহা। একই ক্যাটাগরিতে ডাবলসে চ্যাম্পিয়ন সোনাক্ষী ও বিনতা সিং জুটি। রানারআপ আদ্রিজা চৌধুরী ও উপাসনা দাস। মেয়েদের ক্লাস টু থেকে ফোর বিভাগে চ্যাম্পিয়ন হন অর্পিতা সিংহ। রানার আপ হয়েছেন আরতী সিং। অষ্টম থেকে দশম শ্রেণীর বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন আদ্রিজা। রানারআপ বিনতা। ছেলেদের ক্লাস টু থেকে ফোর বিভাগে চ্যাম্পিয়ন হন অয়নাভ দেব। রানার আপ হয়েছেন সৌমিক দত্ত। ৫-৮ ক্লাসের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন সুজুসা রাজা বসুমতারি। রানার আপ হয়েছেন আদিত্য বৈদ্য। ছেলেদের ক্লাস ৮-১০ বিভাগের সিঙ্গলস চ্যাম্পিয়ন হয়েছেন ইন্দ্রনীল ভৌমিক। রানারআপ ঋষি চুতিয়া। চ্যাম্পিয়নশীপে ছেলেদের বিভাগের সেরা প্রতিশ্রুতিবান শাটলারের পুরস্কার পেয়েছেন এন জি ওয়াই সিংহ। মেয়েদের ক্যাটাগরিতে সেরা প্রতিশ্রুতিবান শাটলারের পুরস্কার পেয়েছেন হৃদা জাহিন লস্কর।
Comments are closed.