
প্রতিষ্ঠিত ব্যবসায়ী বুধমল বৈদের বাড়ি-দপ্তরে আয়কর হানা, চাঞ্চল্য শহরে
শুক্রবার শহরের বিশিষ্ট ব্যবসায়ী বুধমল বৈদের শিলচর, গুয়াহাটি ও কলকাতার ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং বাড়িতে একসঙ্গে আয়কর হানা দিল কেন্দ্রীয় আয়কর বিভাগ। এদিনের এই অভিযানে অংশগ্রহণ করেন ১৬ জন বিভাগীয় আধিকারিক। বুধমল বৈদের ক্যাপিটাল ট্রাভেলস বিল্ডিংয়ে থাকা দপ্তর, নির্মাণ সংস্থা এবিসিএল ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেডের অফিস এবং স্টিমার ঘাটের বাড়িতে অভিযান চালায় আয়কর বিভাগ। সকাল নয়টা থেকে শুরু হয় এই অভিযান, চলে রাত পর্যন্ত।
তবে, এই আচমকা আয়কর তল্লাশি সম্পর্কে কোন কিছু বলতে সংশ্লিষ্ট ব্যক্তিরা অস্বীকার করেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী, আয়কর বিভাগের এই অভিযানে বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে।
সুনির্দিষ্ট কোনো তথ্যের ভিত্তিতে এই অভিযান কিনা সেটাও জানা যায়নি। তবে, এই অভিযানকে অনেকে নিছক রুটিন তল্লাশি হিসেবে ধরে নিয়েছেন।
উল্লেখ্য, শহরের বিশিষ্ট ব্যবসায়ী বুধমল বৈদের প্রতিষ্টান দীর্ঘদিন থেকে পরিবহন এবং নির্মাণ সংস্থা হিসেবে কাজ করে চলেছে। শিলচর- লামডিং ব্রডগেজ প্রকল্পের টানেল নির্মাণে এবিসিএল ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেডের বিশেষ ভূমিকা ছিল।
শহরের বিশিষ্ট ব্যক্তির বাড়ি-দপ্তরে আয়কর হানার এই সংবাদে শহরে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
Comments are closed.