ছিটকে গেল ইউনাইটেড, সুপার ডিভিশনের ফাইনালে ইন্ডিয়া ক্লাব
শিলচর সুপার ডিভিশন ক্রিকেটের ফাইনালে জায়গা করে নিল ইন্ডিয়া ক্লাব। সোমবার সতীন্দ্র মোহন দেব স্টেডিয়ামে প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালে ইউনাইটেড ক্লাব কে ৫৫ রানে হারায় ইন্ডিয়া ক্লাব।
লিগ স্তরে উভয় দলের যা পারফরম্যান্স ছিল তাতে ম্যাচে পরিস্কার ফেবারিট ছিল ইন্ডিয়া ক্লাব। হলও তাই। অলরাউন্ড ক্রিকেট দিয়ে খেতাবি লড়াইয়ে জায়গা করে নিল শতাব্দি প্রাচীন ক্লাবটি। এদিন সকালে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ইন্ডিয়া ক্লাব। দলের একাধিক ব্যাটার বড় স্কোর গড়তে ব্যর্থ হলেও উল্লেখযোগ্য অবদান রেখে যান। ৩৮.৫ ওভারে ১৬৭ রানে অলআউট হয় ইন্ডিয়া ক্লাব। উল্লেখযোগ্য অবদান রাখেন প্রসেনজিৎ সরকার ২৯, অমিত যাদব ২৮, যোগেশ্বর ভূমিজ ২৬, রাজু দাস ২৪ এবং মানসজ্যোতি গগৈ ২২। ভালো বোলিং করেন সঞ্জীব দত্ত (৩-২৯) ও সুদর্শন সিনহা (২-২২)।
জবাবে ৩২.১ ওভারে ১১২ রানে অলআউট হয়ে যায় ইউনাইটেড। লীগ পর্যায়ে দলের ব্যাটারদের ব্যর্থতার ধারা অব্যাহত্ থাকল নকআউট ম্যাচেও। যা যা তাদের বিদায় নিশ্চিত করে দিল। দলের পক্ষে সর্বাধিক ২৯ রান করেন গৌরব ও রোশন টপনো। সজ্ঞীব দত্ত ১২ ও অভিক লালা ১৩ রান করেন। তিন উইকেট নেন অমিত যাদব। দুটি করে নেন অভয় কুমার যাদব ও যোগেশ্বর ভূমিজ। অলরাউন্ড প্রদর্শনের জন্য ম্যাচের সেরা নির্বাচিত হন যোগেশ্বর ভূমিজ।
Comments are closed.