Also read in

প্রিমিয়ার কাপে জোনাল এর ফাইনালে ইন্ডিয়া ক্লাব, শনিবার মাইজডিহির বিরুদ্ধে খেলবে শিলচরের চ্যাম্পিয়নরা

অসম ক্রিকেট সংস্থার প্রিমিয়ার ক্লাব কাপ চ্যাম্পিয়নশিপের জোনাল ফাইনালে স্থান করে নিল ইন্ডিয়া ক্লাব। বৃহস্পতিবার শিলচরের চ্যাম্পিয়নরা ৫ উইকেটে হারিয়ে দেয় লক্ষীপুরের চ্যাম্পিয়ন এভারেস্ট ক্লাব কে। এবার জোনাল ফাইনালে সাউদার্ন জোনের বি গ্রুপের চ্যাম্পিয়ন করিমগঞ্জের মাইজডিহি ক্লাবের বিরুদ্ধে খেলবে ইন্ডিয়া ক্লাব। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, জোনাল এর ফাইনাল এর ছাড়পত্র আদায় করায় ইন্ডিয়া ক্লাব ও মাইজডিহি দুটি দলই কিন্তু ফাইনাল রাউন্ডের ছাড়পত্র আদায় করে নিয়েছে। তারপরও শনিবারের ম্যাচের যথেষ্ট গুরুত্ব রয়েছে। কারণ সেদিন যে দল জিতবে তারা জোনাল চ্যাম্পিয়ন হিসেবে পাবে দেড় লক্ষ টাকা। আর যারা হারবে তারা রানারআপ হিসেবে পাবে এক লক্ষ টাকা।

এদিন সতীন্দ্রমোহন দেব স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় এভারেস্ট। কিন্তু ব্যাটসম্যানদের ব্যর্থতায় ২৩.৪ ওভারে ৬২ রানে অলআউট হয়ে যায় তারা। অথচ একটা সময় তাদের স্কোর ছিল চার উইকেটে ৫৮। সেখান থেকে চার রানে তাসের ঘরের মতো ভেঙে পড়ে লক্ষীপুরের দলটি। তাদের ইনিংসে উল্লেখযোগ্য রান পান নাসির আহমেদ খান ১৩ ও বুদ্ধ দাস ১৫। এ ছাড়া এভারেস্টের ইনিংসে উল্লেখ করার মত আর কিছু নেই। ইন্ডিয়া ক্লাবের দুই স্পিনার পারভেজ মোশাররফ ও রুদ্রজিত ডেকা তিনটি করে উইকেট নেন। দুটি নেন সাদিক ইমরান চৌধুরি।

এই রান তাড়া করা ইন্ডিয়া ক্লাবের জন্য তেমন কঠিন ছিল না। তবে সম্ভবত কিছুটা হালকা মেজাজে খেলতে গিয়ে তারা পাঁচটি উইকেট হারিয়ে ফেলে। অবশেষে ১৫.২ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় শিলচরের চ্যাম্পিয়নরা। দেবাশীষ শইকীয়া অপরাজিত থাকেন ২৯ রানে। পারভেজ মোশাররফ করেন ১১। লক্ষ্মীপুর দলটির নিহার পাল ৪ উইকেট শিকার করেন।

Comments are closed.