Also read in

বরদলৈ ট্রফিতে টানা দ্বিতীয় জয় ইন্ডিয়া ক্লাবের, হাড্ডাহাড্ডি লড়াইয়ে হারল আই টি বিপি

বরদলৈ ট্রফিতে ইন্ডিয়া ক্লাবের স্বপ্নের দৌড় অব্যাহত। শুক্রবার প্রথম ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ান এ এস ই বিকে চমকে দেবার পর এবার আরো এক শক্তিশালী দল আই টি বিপি কে হার মানতে বাধ্য করলো শিলচরের চ্যাম্পিয়নরা। ‌ জাজেস ফিল্ডে শনিবারের স্কোরলাইন ছিল ইন্ডিয়া ক্লাবের পক্ষে ৩-২।

স্কোরলাইনই বলে দিচ্ছে ম্যাচে কেমন হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। উভয় দলই নিজের সবটুকু নিংড়ে দিয়েছিল। ‌ তবে প্রথম ম্যাচের মতো এদিনও দুরন্ত ফুটবল উপহার দিয়ে বাজিমাত করলো ইন্ডিয়া ক্লাব। তাদের এটাকিং ব্র্যান্ডের ফুটবলের সামনে দুরন্ত লড়াই করেও হার দিয়েই মাঠ ছাড়তে হলো আই টি বিপি কে। এই জয়ের ফলে সেমিফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেল শিলচরের চ্যাম্পিয়নরা। গ্রুপের শেষ ম্যাচে তারা খেলবে গুয়াহাটি টাউন ক্লাবের বিরুদ্ধে। সেই ম্যাচটা ড্র করলেই শেষ চারে চলে যাবে শিলচরের চ্যাম্পিয়নরা।

কে ভেবেছিল ইন্ডিয়া ক্লাব প্রথম দুই ম্যাচে এমন ফুটবল খেলবে? তবে এটাই বাস্তব। ‌ শনিবারের জয়ে আরও একটা বিষয় প্রমাণ হয়ে গেল। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দের বিরুদ্ধে ইন্ডিয়া ক্লাবের জয় কোনো ফ্লুক ছিল না। যোগ্য দল হিসেবেই তারা জয় ছিনিয়ে নিয়েছিল। সেটা আই টি বিপির বিরুদ্ধে প্রমাণ হয়ে গেছে।

২-০ গোলে এগিয়ে যাওয়ার পরও আক্রমণাত্মক ফুটবল থেকে সরে দাঁড়ায় নি ইন্ডিয়া ক্লাব। আবার যখন প্রতিপক্ষ ম্যাচে লড়াইয়ে ফিরেছে তখনও ঘাবড়ে যায়নি শিলচরের চ্যাম্পিয়নরা। বরং ছোট ছোট পাসে দুরন্ত বোঝাপড়ার পরিচয় দিয়ে অ্যাটাকিং ফুটবল খেলেছে। গোটা ম্যাচে ইন্ডিয়া ক্লাবের মাঝমাঠ পুরো নিয়ন্ত্রণের সঙ্গে খেলেছে। অনেকটা জায়গা জুড়ে খেলেছে। দারুন আত্মবিশ্বাস নিয়ে খেলেছে বরাকের প্রতিনিধিরা।

ম্যাচটা আরও বড় ব্যবধানেও জিততে পারতো ইন্ডিয়া ক্লাব। তারা কয়েকটি দারুন আক্রমণ গড়ে তুললেও ফিনিশিংয়ের অভাবে গোলের সুযোগ মিস করে। এর মধ্যে একটি পেনাল্টি পেয়েও তা থেকে গোল করতে পারেনি শিলচরের চ্যাম্পিয়নরা। পেনাল্টিতে সুযোগ নষ্ট করেন প্রথম ম্যাচের হিরো ভি ভিগনেশ। তবে এরপরও দ্বিতীয় ম্যাচের হিরো কিন্তু এই ভিগনেশই। তিনি দুটি গোল করেন। ২২ ও ৫৫ মিনিটে। তবে ১৪ মিনিটে প্রথম গোল করে ইন্ডিয়া ক্লাবকে লিড এনে দেন দর্জি ওয়াংচু খাংড়ু। ২-০ গোলে পিছিয়ে পড়েও কিন্তু লড়াই থেকে হারিয়ে যায়নি আই টি বিপি। ৩৮ মিনিটে তাদের হয় প্রথম গোল করেন রিজল নারজারি। তাদের দ্বিতীয় গোলটি করেন জি বসুমাতারি। ৭০ মিনিটে। তবে এমন লড়াইয়ের পর ও দুরন্ত ইন্ডিয়া ক্লাবের কাছে হার মেনে মাঠ ছাড়তে হলো আই টি বিপি কে।

Comments are closed.