Also read in

পাকিস্তানের যে কোনো চ্যালেঞ্জের মোকাবেলা করতে প্রস্তুত ভারত: ভি কে সিং

আসন্ন লোকসভা নির্বাচনের প্রাক্কালে বিজেপির প্রচারে এসে কেন্দ্রীয় বিদেশ দপ্তরের প্রতিমন্ত্রী ভি কে সিং গতকাল শিলচরে সাংবাদিকদের সঙ্গে এক বৈঠকে বসেন। বিভিন্ন বিষয়ে প্রশ্নের উত্তরে কাশ্মীরের বর্তমান পরিস্থিতিতে ভারতীয় বিমানবাহিনীর পাকিস্তানে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া নিয়ে নিয়েও তিনি তার মতামত ব্যক্ত করেন।

এনআরসি এবং নাগরিকত্ব বিল নিয়ে ও বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। আসাম বিজেপি দলের মুখপাত্র রাজীদীপ রায় এবং কাছাড় জেলা বিজেপি সভাপতি কৌশিক রাই ও এই বৈঠকে উপস্থিত ছিলেন।

সবাই অবগত আছেন পুলওয়ামাতে পাকিস্তানভিত্তিক জইশ-ই-মোহাম্মদের সুপরিকল্পিত আক্রিমণে ৪০ জন সিআরপিএফ জওয়ান শহীদ হয়েছিলেন গত ১৪ই ফেব্রুয়ারি, এর প্রতিক্রিয়া স্বরূপ ভারতীয় বিমান বাহিনী পাকিস্তানের জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয়। এই প্রসঙ্গে ভি কে সিং বলেন, “ভারত পাকিস্তানকে জইশ-ই-মোহাম্মদের মত উগ্রপন্থি সংগঠন গুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছিল। কিন্তু পাকিস্তান তাতে কর্ণপাত না করায় ভারতকে বাধ্য হয়েই এই জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার কাজ করতে হয়েছে”।

সাংবাদিকের প্রশ্নের উত্তরে সিং বলেন, “যেকোনো পরিস্থিতি মোকাবিলায় ভারত সম্পূর্ণ প্রস্তুত । যদি কোন দেশ আমাদের সাথে যুদ্ধ করতে চায় তাহলে এর ফলও ভোগ করতে হবে তাদেরকে।

জাতীয় নাগরিক পঞ্জির মতো সংবেদনশীল বিষয় নিয়ে সিং বলেন, সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে এনআরসি উন্নতিকরণের কাজ চলছে, ভারতের প্রকৃত নাগরিকদের তাই শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। “শীর্ষ আদালত পুরো ব্যাপারটা মনিটর করছে এবং তারা সবগুলো বিষয়ে বিচার বিবেচনা করেই সঠিক সিদ্ধান্ত নিচ্ছে”, বলেন তিনি।

নাগরিকত্ব বিল নিয়ে সিং জানান যে একটা মহৎ উদ্দেশ্য নিয়ে এই বিলটি আনা হয়েছিল। যাই হোক, এই উত্তর-পূর্বাঞ্চলে কিছু লোকের ভুল মূল্যায়নের ফলে বিভিন্ন এলাকায় অস্থির পরিস্থিতির সৃষ্টি করেছে।” তিনি আরো বলেন, কিছু রাজনৈতিক ন‍্যস্ত
স্বার্থ একটি ও সংগঠন এই অস্থির পরিস্থিতি সৃষ্টির জন্য দায়ী।

রোহিঙ্গাদের প্রসঙ্গে সিং বলেন, এদের প্রতি আমাদের মনেও সহানুভূতি রয়েছে। তারা মায়ানমারে নির্যাতিত হয়ে অন্য দেশে যেতে বাধ্য হয়েছেন। ভারতের জম্মু-কাশ্মীর, আসাম ত্রিপুরা সহ বিভিন্ন রাজ্যে বসবাস করার চেষ্টা করছেন। আমরা বাংলাদেশে রোহিঙ্গাদের জন্য সাহায্য করছি, তবে তাদের এই মুহূর্তে আমাদের দেশে দেশে থাকতে দেওয়া সম্ভব নয়।

বরাক উপত্যকা সফর নিয়ে তিনি জানান, আমরা এবার নির্বাচনের আগে দেশের প্রত্যেক ব্যক্তির কাছে পৌঁছাতে চাইছি, তারা কি বলতে চান সেটা শুনতে চাইছি, আমাদের সংকল্প পত্র অভিযান নিয়ে দেশের কোনায় কোনায় পৌঁছাচ্ছি। আমি উত্তর ভারত থেকে এখানে এসেছি, এখানের মানুষের কথা শুনতে চাইছি। তবে শিলচর -করিমগঞ্জ আগামী লোকসভা নির্বাচনে দলের প্রার্থী কে হবেন তা নিয়ে কোনো মন্তব্য করেননি বিদেশ প্রতিমন্ত্র। তিনি বলেন এসব সিদ্ধান্ত নেওয়ার জন্য রাজ্যের সর্বানন্দ সোনোয়াল রয়েছেন, তার নেতৃত্বেই রাজ্যে বিজেপি জয়ী হয়েছে। আগামীতেও তিনি সিদ্ধান্ত নেবেন কারা কেন্দ্রীয় সরকারে রাজ্যের প্রতিনিধিত্ব করবেন।

Comments are closed.