অনেক চেষ্টায়ও আসেনি নিয়ন্ত্রণে, এবার আগুন নেভাতে বিমান বাহিনীর দক্ষ আধিকারিকরা
প্রেমতলা সংলগ্ন পানপট্টি এলাকায় বিশাল ফুটওয়ার নামে একটি দোকানে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে পুরো এলাকায় সংকট দেখা দিয়েছে। অগ্নিনির্বাপক বাহিনী প্রায় ঘন্টাখানেক ধরে চেষ্টা করলেও আগুন নিয়ন্ত্রনে আসেনি। এলাকায় প্রায় হাজারখানেক লোক জড়ো হয়েছেন এবং প্রত্যেকের মনেই আতঙ্ক রয়েছে। অতিরিক্ত পুলিশসুপার জগদিশ দাসের নেতৃত্বে পুলিশ এবং সিআরপিএফ জওয়ানরা অগ্নিনির্বাপক বাহিনীর সঙ্গে মিলে টানা চেষ্টা করছেন। এলাকায় উপস্থিত হয়েছেন জেলাশাসক এবং পুলিশ সুপারও।
পানপট্টি এলাকায় এপিডিসিএল কার্যালয়ের ঠিক বিপরীতে বিশাল ফুটওয়ার নামের জুতোর দোকানে শনিবার সন্ধ্যে পৌনে আটটা নাগাদ আগুন লাগে। মনে করা হচ্ছে সর্ট সার্কিট থেকেই এর সুত্রপাত হয়েছে। দোকান থেকে পেছনে গোডাউনে আগুন লাগে এবং বিরাট এলাকায় ছড়িয়ে পড়ে।
অগ্নিনির্বাপক বাহিনীর দুটো গাড়ি লাগাতার জল ঢেলে যাচ্ছে কিন্তু কোনভাবেই আগুন নিয়ন্ত্রণে আসছে না। এলাকাবাসীরা আতঙ্কিত যদি বিল্ডিংয়ের পেছনের ঘরগুলোয় আগুন লেগে যায় তাহলে অনেক বড় ক্ষতি হতে পারে। যে এলাকায় আগুন লেগেছে তার পাশেই রয়েছে নাগাপট্টি এবং নিষিদ্ধপল্লী এলাকা। যদি আগুন সেখানে ছড়িয়ে পড়ে, তাহলে পরিস্থিতি ভয়ঙ্কর হতে পারে। আগুন যাতে ছড়িয়ে না করতে পারে এই উদ্দেশ্যে এলাকার মানুষ তটস্থ হয়ে আছেন, তবে এখন পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে কেউ বলতে পারছে না।
Comments are closed.