Also read in

পাকিস্তানে ঢুকে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিল ভারতীয় মিরাজ-বাহিনী, খুশীর হাওয়া

আজ ভোর ৩-৩০ মিনিট নাগাদ কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তানের বুকে পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে ১০০০ কেজির চরম ক্ষমতাসম্পন্ন বোমা বিস্ফোরণ ঘটাল ভারত। মূলত পাক অধিকৃত কাশ্মীরে এবার আর স্থলপথে নয়, বায়ুসেনার যুদ্ধ বিমান সেখানে ঢুকে হামলা চালিয়ে এসেছে। পাক অধিকৃত কাশ্মীরে যাবতীয় জঙ্গি ঘাঁটিতে নিশানা করেই ভারতের তরফে এই হামলা চালানো হয়েছে বলে দাবি সংবাদ সংস্থা এএনআইএয়ের। হামলার কথা স্বীকার করেছে পাকিস্তানও। জানা গিয়েছে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের বালকোটে ভারত এই প্রত্যাঘাতী হামলা চালিয়েছে।

ভারতীয় বিমান বাহিনীর ১২ টি যুদ্ধ বিমান এই অপারেশনে অংশ নেয়। মোট ১ হাজার কেজি বোমা ফেলে সন্ত্রাসবাদীদের ক্যাম্প গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

ভারতীয় বিমানবাহিনীর কর্মকর্তাদের উদ্ধৃত করে এএনআই জানিয়েছে, এই আক্রমণে তাদের লক্ষ্যবস্তু সম্পূর্ণ ধ্বংস হয়েছে।
এদিকে ভারতের বিরুদ্ধে আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ এনে পাকিস্তান বলেছে, এই আক্রমণে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

পাকিস্তানের সেনা মুখপাত্র মেজর জেনারেল আসিফ গাফুর টুইট বার্তায় বলেছেন, ভারতীয় বিমান বাহিনী সীমান্ত আইন লঙ্ঘন করে পাকিস্তান সীমান্তে প্রবেশ করেছে। তবে তিনি দাবি করেছেন, এসব যুদ্ধবিমান পাকিস্তান বাহিনীর পাল্টা জবাবে বাধ্য হয়ে ফিরে গেছে।

অন্যদিকে একাধিক ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, পাকিস্তানের বালাকোটে ভারতীয় যুদ্ধ বিমান প্রবেশ করে হামলা চালিয়েছে। হামলায় জইশ-ই- মোহাম্মদের একাধিক জঙ্গি আস্তানা গুঁড়িয়ে দেয়া হয়েছে বলে জানানো হয়। তবে হামলায় ঠিক কতজন জঙ্গি নিহত হয়েছে সে সম্পর্কে কিছু বলা হয়নি।
ভারতীয় সংবাদ মাধ্যম আরো জানায়, ভারত সরকারের তরফ থেকে আজ (মঙ্গলবার) এ হামলা সম্পর্কে সংবাদ সম্মেলন করা হবে। সেখানে এ হামলার বিস্তারিত বর্ণনা দেয়া হবে।

মাত্র কয়েক দিন আগে এ মাসের ১৪ তারিখ সিআরপিএফের চল্লিশ জনেরও বেশি জওয়ানের প্রাণ যায় জঙ্গি হামলায়।

বরাক উপত্যকার জনগণের মধ্যেও উল্লাস পরিলক্ষিত হচ্ছে। বিভিন্ন সামাজিক মাধ্যম গুলোতে এর প্রতিফলন ঘটছে।

IAF Cross LoC

IAF Cross LoC, destroy terrorist camp with 1000 kg bombsMore videos : http://bit.ly/it_videos #ITVideo

Posted by India Today on Monday, February 25, 2019

 

Comments are closed.