Also read in

উত্তরপূর্ব সীমান্ত রেলের শিলচর ডিভিশন স্থাপন নিয়ে কমিটি গড়ল ভারতীয় রেল

বরাক উপত্যকায় রেলের নতুন একটি ডিভিশন স্থাপনের দাবি অনেক দিনের। অঞ্চলজুড়ে রেলের নেটওয়ার্ক এবং ভবিষ্যত ব্যস্ততা বিবেচনা করে ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে শিলচরে একটি নতুন ডিভিশন স্থাপন করার কথা ঘোষণা করেছিলেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তখন রেল শহর বদরপুরে এই ডিভিশন স্থাপন নিয়ে জোরদার আন্দোলন ও হয়েছিল। কিছুদিন পরেই আন্দোলন স্তিমিত হয়ে পড়ে, এরপরে এ বিষয়ে আর বিশেষ কোনো উচ্চবাচ্য শোনা যায়নি।

এখন আবার আশার আলো দেখা যাচ্ছে; রেলওয়ে নতুন করে একটা কমিটি গঠন করেছে যা জম্মু, গুলবার্গ এবং শিলচরে ডিভিশন স্থাপন বাস্তব সম্মত কিনা তা বিবেচনা করবে।

পিটিআই সূত্রে পাওয়া সংবাদে জানা গেছে, রেলওয়ের পদস্থ কর্মকর্তাদের নিয়ে গঠিত এই কমিটি নতুন রেল ডিভিশন স্থাপন করা আর্থিকভাবে লাভজনক হবে কিনা তথা অন্যান্য সংশ্লিষ্ট বিষয়ে বিচার-বিবেচনা করে রিপোর্ট প্রদান করবে এই মাসের শেষে।

” রেলওয়ের অভ্যন্তরীণ তথ্য অনুযায়ী, এই ডিভিশন স্থাপনে ২০৫ কোটি টাকা খরচ হবে পরিকাঠামো নির্মাণে এবং ২৯ কোটি টাকা লাগবে আনুষঙ্গিক খরচ হিসাবে। তবে এতে রেলের কর্মচারী সংক্রান্ত খরচা ধরা হয়নি। ” সংবাদ সংস্থার রিপোর্টে জানা যায়। বর্তমানে বরাক উপত্যকা উত্তর-পূর্ব সীমান্ত রেলের লামডিং ডিভিশনের আওতাধীন রয়েছে।

এই উপত্যকায় রেলওয়ে ডিভিশন স্থাপিত হলে নিযুক্তি, এলাকার উন্নয়ন এবং রেলওয়ে পরিষেবার উন্নয়ন হবে তা বলার অপেক্ষা রাখে না।

Comments are closed.