
শিলচর এবং কলকাতার মধ্যে দৈনিক সরাসরি ফ্লাইট ঘোষণা করল ইন্ডিগো, স্পাইসজেট প্রত্যাহার
এয়ারলাইন অপারেটর ইন্ডিগো এখন শিলচর এবং কলকাতার মধ্যে দৈনিক সরাসরি ফ্লাইট চালু করছে। তবে শিলচর বিমানবন্দর থেকে স্পাইসজেটের আগের দৈনিক ফ্লাইট এখন প্রত্যাহার করা হয়েছে। ইন্ডিগো ফ্লাইটটি প্রতিদিন কলকাতা-শিলচর-কলকাতা রুটে চলাচল করবে। ফ্লাইটটি কলকাতা থেকে শিলচরে সকাল ৮টা ২০ মিনিটে পৌঁছাবে এবং আবার সকাল ৮টা ৫৫ মিনিটে কলকাতার উদ্দেশ্যে রওনা হবে।
ইন্ডিগো পরিচালিত A-320 ফ্লাইটটি এখন এয়ার ইন্ডিয়া ছাড়া একমাত্র দৈনিক ফ্লাইট যা শিলচর থেকে কলকাতার উদ্দেশ্যে যাত্রা করবে। এর আগে, স্পাইসজেটেরও এই রুটে সরাসরি ফ্লাইট ছিল, কিন্তু অপারেশনাল কারণে শীতকালীন সময়সূচি থেকে প্রত্যাহার করা হয়েছে।
স্পাইসজেট এখন শুধুমাত্র শিলচর এবং গুয়াহাটির মধ্যে সরাসরি দৈনিক চলাচল করবে ।
ইন্ডিগো ছাড়া, এয়ার ইন্ডিয়ারও শিলচর এবং কলকাতার মধ্যে সরাসরি ফ্লাইট রয়েছে যা কলকাতা থেকে সকাল ৭-১০ মিনিটে শিলচর এসে পৌঁছায় এবং সকাল ৭-৪৫ মিনিটে কলকাতার উদ্দেশ্যে রওয়ানা হয় ।
Comments are closed.