Also read in

এ ও এর বিরুদ্ধে শিলচরে মামলা, ডি এস এর আগেই আইনি পথে এক অজ্ঞাত ব্যাক্তি, কাহানি ম্যায় টুইস্ট!

অসম অলিম্পিক সংস্থা (এ ও এ) এবং শিলচর জেলা ক্রীড়া সংস্থার চলতি এপিসোডে নয়া টুইস্ট। তাও আবার এক্কেবারে হলিউড থ্রিলার এর কায়দায়!

শিলচর জেলা ক্রীড়া সংস্থা অসম অলিম্পিক সংস্থার বিরুদ্ধে আইনি পথে হাঁটার আগেই শিলচর জেলা আদালতে মামলা ঠুকে দিলেন এক অজ্ঞাত ব্যক্তি। যা নিয়ে স্থানীয় ক্রীড়ামহলে শোরগোল পড়ে গেছে।

এ ও এ শিলচর জেলা ক্রীড়া সংস্থার সদস্যপদ বাতিল করার পর থেকেই এক অদ্ভুত নীরবতা বিরাজ করছিল স্থানীয় ক্রীড়া মহলে। ডি এস এর কোন সদস্যই এ নিয়ে মুখ খুলতে চাই ছিলেন না। মিডিয়ার প্রশ্নের জবাবে কিছুই বলতে রাজি ছিলেন না সভাপতি বাবুল হোড় এবং সচিব বিজেন্দ্র প্রসাদ সিং। সবাই যেন মুখে কুলুপ এঁটেছিলেন। ফলে এ ও এর বিরুদ্ধে শিলচর ডি এস এর পরবর্তী পদক্ষেপ নিয়ে চলছিল শুধু জল্পনা-কল্পনা। কি হতে পারে শিলচরের পরবর্তী পদক্ষেপ? গত দুদিন থেকে এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছিল স্থানীয় ক্রীড়াঙ্গন সহ গোটা উপত্যকায়।

এমন পরিস্থিতিতে সোমবার জরুরী ভিত্তিতে গভর্নিং বডির সভার ডাক দিয়েছিল ডিএসএ। সব আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল জিবির এই বৈঠক। মনে করা হচ্ছিল, এই সভাতেই এ ও এর বিরুদ্ধে ফাইনাল একটা সিদ্ধান্ত নেওয়া হবে। এ নিয়েও জল্পনার শেষ ছিল না।

এখন পর্যন্ত সচিব বিজেন্দ্র প্রসাদ সিং যেভাবে সোজা ব্যাটে খেলছিলেন, তাতে এ ও এর বিরুদ্ধে শিলচর জেলা ক্রীড়া সংস্থা যে আইনি পথেই হাঁটবে, সেটা অধিকাংশই ধরে নিয়েছিলেন। যারাই সচিব বিজেন্দ্র কে চেনেন, বলছিলেন, ‘বিজেন্দ্র আপোসের পথে হাটবার পাত্র নন। আইনি পথেই হাঁটবে টিম বিজেন্দ্র।’ এ ও এ যেভাবে সব নিয়ম ভঙ্গ করে শিলচর জেলা ক্রীড়া সংস্থার সদস্যপদ বাতিল করেছে তা নিয়ে স্থানীয় ক্রীড়ামহলে একটা ক্ষোভ ছিলই। দেখার ছিল সোমবারের জিবিতে এর বিস্ফোরণ ঘটে কি না। সবাই যখন এমন কিছুর অপেক্ষায় ছিলেন, তখন গোটা এপিসোডে এলো নয়া টুইস্ট। যা সবাইকে চমকে দিয়েছে।

সোমবার জিবির শুরুতেই এজেন্ডা পড়ে শোনান দিয়েছে সচিব বিজেন্দ্র। এরপর তিনি জানান, এদিন দুপুরে জেলা আদালত থেকে একটা নোটিশ সংস্থায় এসেছে। এতে লেখা রয়েছে অসম অলিম্পিক সংস্থার বিরুদ্ধে ইতিমধ্যেই জেলা আদালতে একটি মামলা নথিভুক্ত হয়েছে। এতে জড়ানো হয়েছে শিলচর জেলা ক্রীড়া সংস্থা কেও। তবে সেই নোটিস এর মধ্যে কে বা কারা মামলা করেছেন, তার কোনো উল্লেখ নেই। মঙ্গলবার হয়তো সার্টিফাইড কপি আসবে। তারপর সব কিছু জানা যাবে।

যেহেতু ব্যাপারটা এখন আদালতের বিচারাধীন, তাই জিবিতে এ নিয়ে আলোচনার কিছু ছিল না। ফলে এদিনের সভা দশ মিনিটেই মুলতবি করা হয়। এবার সংস্থা লিগাল টিমের মদত নেবে। আইনি পরামর্শ নেবে। সেই অনুসারে পরবর্তী সভা ডেকে নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনা ঠিক করবে শিলচর জেলা ক্রীড়া সংস্থা।

Comments are closed.

error: Content is protected !!