Also read in

"স্বরূপ দাস অনুসূচিত জাতি নন", প্রার্থিত্ব নিয়ে সংশয়

গতকালই দলের পক্ষ থেকে প্রাক্তন দুই মন্ত্রী গৌতম রায় ও সিদ্দিক আহমেদ, কংগ্রেস সভাপতি সতু রায়, বদরপুরের বিধায়ক জামাল উদ্দিন, উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ করিমগঞ্জ সংসদীয় নির্বাচনে কংগ্রেস দলের প্রার্থী স্বরূপ দাসের হাতে মনোনয়নপত্র পত্র আনুষ্ঠানিকভাবে তুলে দিয়েছিলেন, উপযুক্ত কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার জন্য। এখন এই স্বরূপ দাসের অনুসূচিত জাতি সার্টিফিকেট নিয়ে প্রশ্ন চিহ্ন দাঁড় করিয়েছেন খোদ প্রদেশ কংগ্রেস কমিটির অনুসূচিত জাতি বিভাগের সভাপতি রমানন্দ দাস।

দলের সভাপতি রাহুল গান্ধী, হরিশ রাওয়াত রিপুন বরা প্রমুখদের কাছে পাঠানো এক চিঠিতে দাস জানিয়েছেন যে, করিমগঞ্জ সংসদীয় আসনটি অনুসূচিত জাতি প্রার্থীর জন্য সংরক্ষিত; কিন্তু কংগ্রেসের মনোনীত প্রার্থী স্বরূপ দাস একজন প্রকৃত অনুসূচিত জাতির ব্যক্তি নন। তিনি ২০০৭ সনে এই এসসি সার্টিফিকেট পেয়েছেন যা একটা ভুয়া সার্টিফিকেট । প্রকৃত তদন্ত না করেই জেলা প্রশাসনের তরফ থেকে এই সার্টিফিকেট প্রদান করা হয়েছে। স্বরূপ দাস পড়াশোনা বা বিভিন্ন কাজ কর্মে সবসময়ই সাধারণ প্রার্থী হিসেবে নিজেকে উল্লেখ করেছেন। স্বরূপ দাসের বাবা ম্যালেরিয়া ইন্সপেক্টর হিসেবে আসাম সরকারের স্বাস্থ্য দপ্তরে সাধারণ ক্যাটাগরি কর্মী হিসেবে কাজ করে এখন অবসর প্রাপ্ত হয়েছেন; সরকারি তথ্য ঘাটলে এগুলো পাওয়া যাবে। এই অনুসূচিত জাতি সার্টিফিকেটের ভিত্তিতে স্বরূপ দাসকে কংগ্রেস দলের প্রার্থী হিসেবে ঘোষণা করায় প্রকৃত অনুসূচিত জাতির প্রার্থীদের মধ্যে হতাশার সৃষ্টি হয়েছে। তিনি আরও লিখেছেন, “আমি অনুরোধ করছি, স্বরূপ দাসকে যেন করিমগঞ্জ লোকসভা কেন্দ্র থেকে কংগ্রেস দলের প্রার্থী করা না হয়”।

এমতাবস্থায়, স্বরূপ দাসের প্রার্থিত্ব নিয়ে কংগ্রেস দল কি অবস্থান গ্রহণ করে, তাই এখন দেখার বিষয়।

Comments are closed.

error: Content is protected !!