Also read in

ডায়াবেটিসের 'ওয়ান স্টপ' সমাধান: মেডিল্যান্ড ডায়াবেটিক ক্লিনিক

সাম্প্রতিককালে সবচেয়ে ভয়ঙ্কর এবং দীর্ঘস্থায়ী রোগ গুলোর মধ্যে একটি হলো ডায়াবেটিস। চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতি এবং প্রতিরোধ মূলক প্রচেষ্টার পরও গবেষণায় দেখা গেছে যে ডায়াবেটিস রোগীর সংখ্যা আগামী ১০ বছরে বহুগুণ বৃদ্ধি পাবে।খুব স্বাভাবিক ভাবেই সবার জন্যই ডায়াবেটিস রোগ সম্পর্কে সচেতনতা এবং প্রয়োজন অনুসারে এর চিকিৎসার ব্যবস্থা করা খুব জরুরি।

ডায়াবেটিস এমন একটি রোগ যা শেকড় থেকে উপড়ে ফেলা সম্ভব নয়। বরং চিকিৎসার মধ্য দিয়ে এটিকে নিয়ন্ত্রণে রাখা যেতে পারে। মেডিল্যান্ড হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার মেডিল্যান্ড ডায়াবেটিক ক্লিনিক নামে বরাক উপত্যকার প্রথম ‘ইন্টিগ্রেটেড ডায়াবেটিক ক্লিনিক’র সূচনা করেছে।

রোগীদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার জন্য এখানে সুষম খাদ্য তালিকা, ফিজিক্যাল একটিভিটি, দৈনন্দিন জীবনযাত্রা কিভাবে পরিচালনা করবেন সেসব বিষয়ে অবহিত করা হবে। অতএব রোগীদের ডায়াবেটিস সমস্যা গুলোর যাবতীয় সমাধান একই জায়গায় দেওয়ার প্রচেষ্টা করা হচ্ছে।

সাম্প্রতিক গবেষণা থেকে দেখা গেছে যে ৪৯% ডায়াবেটিস রোগীর হার বহন করে ভারত বিশ্বের ডায়াবেটিস রোগীর রাজধানী হয়ে উঠেছে। আন্তর্জাতিক ডায়বেটিস ফেডারেশন অনুসারে, পুরুষ, মহিলা, শিশু এবং প্রাপ্তবয়স্কদের মধ্যে ভারতের জনসংখ্যার প্রায় ৭২ মিলিয়নের ডায়াবেটিস ধরা পড়েছে এবং যার সংখ্যা ২০২৫ সালে মধ্যে দ্বিগুণ হতে পারে।

এক্ষেত্রে আরো লক্ষ্য করা যায় যে অন্যদের তুলনায় শহরের মানুষরা এক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। ভারতে এই রোগের দ্রুত বৃদ্ধি সম্ভবত আমাদের জীবনযাত্রার পরিবর্তনের ফলে ঘটছে, বিশেষভাবে নগরায়নের কারণে।

ভৌগলিক অবস্থানের দিক দিয়ে বরাক উপত্যকায় ‘টাইপ ওয়ান’ ও ‘টাইপ টু’ ডায়াবেটিস রোগীর সংখ্যা প্রচণ্ড রকম ভাবে বৃদ্ধি পাচ্ছে। সবচাইতে দুঃখজনক হল, জনসংখ্যার প্রত্যেক দুজনের মধ্যে একজনের কাছে বিষয়টি অজানা যে তারা ডায়াবেটিস রোগ নিয়ে বেঁচে আছেন। বর্তমান জীবনযাত্রা, দীর্ঘক্ষণ বসে কাজ করা, ওবেসিটি, মানসিক চাপ, ঘুম কম হওয়া, অস্বাস্থ্যকর খাবার বা ফাস্টফুড ইত্যাদি ডায়াবেটিসের কারণ গুলোর মধ্যে অন্যতম। ডায়াবেটিস রোগীর উদ্বেগজনক হার বৃদ্ধি এবং এই রোগের সঙ্গে জড়িয়ে থাকা জটিলতাগুলো এই ডায়াবেটিক ক্লিনিক খোলার ধারণার জন্ম দিয়েছে, যা কিনা ডায়াবেটিস রোগের সমস্যাগুলোর ‘ওয়ানস্টপ’ সমাধান।

এছাড়াও ডায়াবেটিস রোগ শরীরের সমস্ত অঙ্গগুলিকে প্রভাবিত করে। এরমধ্যে ডায়াবেটিস চোখের রোগ, ডায়াবেটিস কিডনি জনিত রোগ, ডায়াবেটিস হৃদরোগ, আলসার, শ্বাসরোধ এবং অন্যান্য আরো অনেক জটিলতম রোগ হতে পারে। যাদের রক্তে গ্লুকোজ রয়েছে এমন রোগীদের তাড়াতাড়ি সেরে উঠতে দেয় না এবং তাদের জন্য ডায়াবেটিস প্রাণঘাতী হতে পারে।

ডায়াবেটিস রোগীদের স্ক্রিনিং’র মাধ্যমে প্রাথমিক রোগ নির্ণয় করে ওষুধ, জীবনযাত্রার পরিবর্তন এবং নিয়মিত চেকআপের মাধ্যমে রোগ প্রতিরোধ করার চেষ্টা করা হবে। একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে পরীক্ষার মাধ্যমে ডায়াবেটিসের জন্য সৃষ্টি হওয়া অন্যান্য কম্প্লিকেশনগুলো নির্ণয় করাও এর অন্তর্ভুক্ত। ডায়াবেটিসের চিকিৎসার মধ্যে সঠিক সুষম খাদ্য, শারীরিক কসরত এবং প্রয়োজন অনুসারে ওষুধপত্র অন্তর্ভুক্ত।

সংক্ষেপে বলতে গেলে, ম্যাডিল্যান্ড ডায়াবেটিক ক্লিনিক ‘কাস্টমাইজড ডায়েট চার্ট’, সঠিক জীবন যাত্রার উপদেশ, ডায়াবেটিস সম্পর্কে শিক্ষা প্রদান, ডায়াবেটিস জনিত জটিলতাগুলোর স্ক্রিনিংয়ের জন্য অত্যাধুনিক সরঞ্জাম সরবরাহ করবে।রোগীদের সমস্ত প্রেসক্রিপশন, রিপোর্ট এবং হিস্ট্রি তার নিজস্ব ইলেকট্রনিক মেডিক্যাল রেকর্ড সিস্টেমে আপলোড করা থাকবে এবং ‘টেক্সট মেসেজ’র মাধ্যমে রোগীদের কনসালটেশন ফলোআপের ব্যাপারে অবহিত করা হবে।

উপরের পরিষেবাগুলি ছাড়াও যারা ‘ওবেসিটি’ রোগে ভুগছেন তাদের জন্য মেডিল্যান্ড ডায়াবেটিক ক্লিনিকে ওজন হ্রাস এবং স্লিমিং ক্লিনিকও রয়েছে। স্বাস্থ্যকর ও শান্তিপূর্ণ জীবনযাপনের জন্য, ‘মেডিল্যান্ড ইন্টিগ্রেটেড ডায়াবেটিক ক্লিনিক’ একটি ‘ওয়ান স্টপ’ সমাধান।

Comments are closed.

error: Content is protected !!