এবার থেকে গ্রাম-শহরের একই নিয়ম, দুপুর একটা থেকে কারফিউ, ১২টায় বন্ধ দোকানপাট
করোনা পরিস্থিতিতে জনগণের চলাফেরার ক্ষেত্রে এবার রাজ্যের প্রত্যেক এলাকায় একই নিয়ম লাগু করেছে সরকার। দুপুর ১টা থেকে ভোর ৫টা পর্যন্ত জনগণের চলাচলের ক্ষেত্রে নিষেধ রয়েছে। সকাল ৫ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত থাকবে দোকানপাট খোলা। এছাড়া আন্তঃজেলা যান চলাচল আপাতত বন্ধ থাকবে। আসাম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (এএসডিএমএ)-র আওতায় শুক্রবার এই নির্দেশ জারি করা হয়েছে। এবার গ্রামে এবং শহরে একই নিয়ম থাকবে।
মুখ্যসচিব জিষ্ণু বড়ুয়া শুক্রবার এক বিশেষ নির্দেশ জারি করেছেন, এতে বলা হয়েছে, “সম্প্রতি লক্ষ্য করা গেছে রাজ্যে ধীরে ধীরে করোনা ভাইরাসের সংক্রমণ কমতে শুরু করেছে। রাজ্য সরকার আশাবাদী আগামীতে এই ধারা বজায় থাকবে, ফলে ধীরে ধীরে নিয়মগুলো শিথিল করার দিকে এগোচ্ছে সরকার। তবে করোনা ভাইরাসকে রুখতে যেসব পদ্ধতি রাজ্য সরকার নিয়েছে সেটা গ্রাম এবং শহরাঞ্চলে আগের মতই থাকবে। এবার থেকে দুই এলাকায় একই ধরনের নিয়ম থাকবে। জুন মাসের ৬ তারিখ থেকে নতুন নিয়ম লাগু হচ্ছে। আপাতত ১৬ জুন পর্যন্ত এই নিয়ম থাকবে।
ক) কারফিউ
দুপুর ১টা থেকে ভোর ৫টা পর্যন্ত রাজ্যের প্রত্যেক এলাকায় জনগণের চলাফেরার ক্ষেত্রে পুরোপুরি নিষেধ থাকবে।
খ) জনসমাগম
১) সব ধরনের দোকানপাট সকাল ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত খোলা রাখা যাবে, এরপর সেগুলো বন্ধ করতে হবে।
২) রেস্টুরেন্ট, ধাবা সহ অন্যান্য খাবারের দোকান দুপুর ১২টা পর্যন্ত খোলা রাখা যাবে। এরপর আরও একঘন্টা শুধুমাত্র খাবার কিনে নেওয়ার জন্য অনুমতি দেওয়া হবে, কেউ বসে খেতে পারবেন না। এছাড়া হোম ডেলিভারির অনুমতি রয়েছে।
৩) হোটেল বা রিসোর্ট ইত্যাদিতে থাকা রেস্টুরেন্ট এবং খাবারের দোকানে দুপুর ১২টার পর কোনও ব্যক্তিকে বসে খাওয়ার অনুমতি দেওয়া হবে না। যারা হোটেলে থাকছেন তাদের রুম সার্ভিস খাবার পৌঁছে দিতে পারে।
৪) কোল্ডস্টোরেজ এবং ওয়ারহাউসগুলো দুপুর বারোটার পর খোলা রাখা যাবে না।
গ) কার্যক্ষেত্র
১) সব ধরনের সরকারি এবং বেসরকারি অফিস ১৫ জুন পর্যন্ত বন্ধ থাকবে।
২) সরকারি/সেমি-সরকারি কার্যালয়ের ডেপুটি সেক্রেটারি বা তার উপরের স্তরের আধিকারিকরা কার্যক্ষেত্রে যেতে পারবেন এবং তাদের প্রয়োজনীয় কর্মচারিদের কার্যালয়ে যাওয়ার অনুমতি থাকবে। তবে দুজনের বেশি কর্মচারি তারা নিতে পারবেন না।
ঘ) আন্তঃজেলা যান চলাচল
সব ধরনের আন্তঃজেলা যান চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে। নতুন নির্দেশ আসা পর্যন্ত কোনও এক জেলা থেকে অন্য জেলায় সাধারণ মানুষ যাতায়াত করতে পারবেন না।
Comments are closed.