Also read in

যথাযথ মর্যাদায় বরাক উপত্যকায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

বরাক উপত্যকার বিভিন্ন স্থানে যথাযথ মর্যাদায় ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়।

এর অঙ্গ হিসেবে জনগণের সচেতনতা বৃদ্ধিকে মাথায় রেখে নেতাজি বিদ্যাভবন গার্লস হাইস্কুলেও পালিত হল নারী দিবস। বিদ্যাভবনের প্রধান দেবাঞ্জন মুখোপাধ্যায়ের পৌরোহিত্যে ছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠান সহ একটি নাটক মঞ্চস্থ করে, যেখানে বলা হয়েছে শুধু পুরুষদের ক্ষেত্রে বাড়তি সুবিধা নয় মেয়েরাও পাবে সমান অধিকার।অনুষ্ঠানে বিদ্যাভবন কতৃপক্ষ এবছর থেকেই শুরু করল একজন মহিলাকে বিদুষী নারী উপাধিতে সম্মানিত করা।

এবছর বিদ্যাভবনের প্রাক্তন শিক্ষয়িত্রী রেখা দেবকে বিদুষী নারী হিসেবে সম্মানিত করা হল।মানপত্র, উত্তরীয়,পুষ্পস্তবক,ও প্রীতিউপহার দিয়ে তাকে সংবর্ধিত করা হয়। তিনি ছাত্রীদের উদ্দেশ্য বলেন,তারা যেন ত্যাগ, তিতিক্ষা ও মানবিক মূল্যবোধ নিয়ে বড় হয়।সমাজের সেবামূলক কাজে যেন তারা অংশগ্রহণ করে।

উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক ডঃ অনিন্দ্য জানা।তিনি তাঁর দীর্ঘ ভাষণে ছাত্রীদের বর্তমান সময়ে কিভাবে এগিয়ে যেতে হবে, কোন কোন উপায় তারা অবলম্বন করবে এই বিষয়ে আলোকপাত করেন।এছাড়াও অনুষ্ঠানের প্রাসঙ্গিকতা বজায় রেখে বক্তব্য রাখেন লিগেল লিটেরেসি ক্লাবের সম্পাদক বিশ্বজিত দাস,রোটারী ক্লাব থেকে মধুমিতা পাল শিক্ষক রঞ্জিত দাস ও গোপা পাল।অনুষ্ঠান পরিচালনা করেন অঙ্কনা মুখার্জি সহ বিদ্যাভবনের ছাত্রী ও শিক্ষক শিক্ষয়িত্রীরা।

এদিকে যথাযথ মর্যাদার সঙ্গে শুক্রবার হাইলাকান্দিতে
বিভিন্ন কার্যসুচির মাধ্যমে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়। এ উপলক্ষে হাইলাকান্দি জেলা সদরে বর্নাঢ্য শোভাযাত্রা বের করে ছত্রপতি শিবাজী যুব মঞ্চ ও ড্রিমস ।। এদিন সকালে হাইলাকান্দি শহরের ভৈরব বাড়ি প্রাঙ্গন থেকে এক শোভাযাত্রা বের হয়ে হাইলাকান্দি শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে।

শোভাযাত্রায় ছত্রপতি শিবাজী যুব মঞ্চ ও ড্রিমস সংগঠনের সদস্য সহ স্থানীয় মহিলারা অংশ নেন। শোভাযাত্রাটি শহরের এন এস রোড, এস এস সরনি, কালিবাড়ি রোড হয়ে ফের ভৈরব বাড়িতে মিলিত হয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় আন্তর্জাতিক নারী দিবসের উপর আলোকপাত করে অন্যান্যদের মধ্যে ড্রিমস সভাপতি গৌতম গুপ্ত, ছত্রপতি শিবাজী যুব মঞ্চের বাসন্তী দাস, সঞ্জিত দেবনাথ, সঞ্জয় অধিকারী প্রমুখ বক্তব্য রাখেন।

অন্যদিকে এদিন লালার শেফালিকা রায় স্মৃতি মাতৃভাষা আদর্শ বিদ্যাপীঠে বিভিন্ন কার্যসূচির মাধ্যমে
আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয় । এদিন সকাল সাড়ে ন’টায় বিদ্যাপীঠ প্রাঙ্গনে স্কুল অধ্যক্ষা কৈনাতম্বী সিংহের পৌরোহিত্যে আয়োজিত নারী দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মহিলা পুলিশ আধিকারিক ঋজুমনি ব্যামরাই অংশ নেন।। শুরুতে আন্তর্জাতিক নারী দিবসের উপর ছাত্র ছাত্রীদের লেখা প্রবন্ধ সহ বিভিন্ন ধরনের লেখা, চিত্রাংকনের সম্ভার নিয়ে তৈরি স্কুলের দেওয়াল ম্যাগাজিন উদ্ধোধন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে সবাইকে স্বাগত জানিয়ে নারী দিবস উদযাপনের ইতিহাস তুলে ধরেন স্কুল অধ্যক্ষা কৈনাতম্বী সিংহ। এরপর স্কুলের বেশ ক’জন ছাত্রছাত্রী নারী দিবসের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন।

Comments are closed.