Also read in

আগামীকাল থেকে পুনরায় ইন্টারনেট পরিষেবা, হাইলাকান্দিতে রাত্রিকালীন কারফিউ আরো দশ দিন

 

মঙ্গলবার সকাল থেকে বরাক উপত্যকায় ইন্টারনেট পরিষেবা পুন:স্থাপন করা হবে বলে জানান হাইলাকান্দি জেলার জেলা উপায়ুক্ত কীর্তি জল্লি। সোমবার দুপুরে এক সাংবাদিক সম্মেলনে জেলা উপায়ুক্ত একথা জানান। তিনি আরো বলেন যে আগামী দশ দিন হাইলাকান্দি জেলায় কারফিউ চলবে, তবে শুধুমাত্র রাত্রিবেলা।

দুই সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক সংঘর্ষের পর হাইলাকান্দি ধীরে ধীরে তার স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে। এখানে উল্লেখ করা যেতে পারে, এই সংঘর্ষে বিশৃঙ্খলা এমন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল যে পুলিশ কর্তৃপক্ষ এর মোকাবিলার জন্য গুলি ছুড়তে বাধ্য হন। আর এরই পরিপ্রেক্ষিতে নারাইণপুরের বাসিন্দা জমির উদ্দিন তাপাদার নিহত হন। এখানে আরও উল্লেখ করা যেতে পারে, মারোয়াড়ি পট্টিতে অবস্থিত মসজিদে এই পুরো ঘটনাটির সূত্রপাত হয়। দুর্বৃত্তদের একটি দল শুক্রবার দুপুরের নামাজে বাধা প্রদান করার পরই ঘটনার সূত্রপাত হয়।

এদিনের সাংবাদিক সম্মেলনে জল্লি আরো বলেন যে, এ ঘটনায় প্রচুর মামলা দায়ের করা হয়েছে এবং প্রশাসন ধীরে ধীরে প্রত্যেকটি মামলার তদন্ত শুরু করবে। হাইলাকান্দিতে অনুষ্ঠিত এই সংঘর্ষকে ঘিরে পুলিশ এখনো এমন কাউকে গ্রেপ্তার করেনি, যারা যানবাহন, দোকান এবং অন্যান্য সরকারি ও বেসরকারি সম্পত্তির ক্ষতি সাধন করেছে।

এদিকে জেলা উপায়ুক্ত ইন্টারনেট ব্যবহারকারীদের সতর্ক করে দিয়ে বলেন, যদিও কালকে থেকে ইন্টারনেট পরিষেবা পুনরায় স্থাপন করা হচ্ছে তবুও কর্মকর্তারা সামাজিক মাধ্যমের কার্যক্রমের ওপর কড়া নজর রাখবেন। সামাজিক মাধ্যমে প্ররোচনামূলক কোন পোস্ট আপলোড না করতে তিনি জনগণের প্রতি আহ্বান জানান। তিনি সঙ্গে এও বলেন যে যদি এ ধরনের উত্তেজনামূলক বা প্ররোচনামূলক পোস্ট করতে কেউ ধরা পড়েন তাহলে তাকে শাস্তি প্রদান করা হবে। উল্লেখ্য, গত শুক্রবার রাত ১০ টা থেকে সমগ্র বরাক উপত্যকায় ইন্টারনেট পরিষেবা বিচ্ছিন্ন করে দেওয়া হয়।

Comments are closed.

error: Content is protected !!