Also read in

পরীক্ষা হলে নকল ধরার জের ! নিগৃহীত ইনভিজিলেটর, বাতিল পরীক্ষা

হাইলাকান্দি, ২৬ জুলাই সংস্কৃত পরীক্ষায় নকল ধরে পরীক্ষার্থীর হাতে নিগৃহীত হলেন এক ইনভিজিলেটর। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার, কাটলিছড়ার গার্লস হাইস্কুলে। জানা গেছে, এদিন পরীক্ষা হলে নকল ধরার জন্য বহিস্কৃত ছাত্রের হাতে ইনভিজিলেটর বিরাজ দেব জখম হন।। পরীক্ষা শেষে গার্লস হাইস্কুলের বাইরে ঘটনার শিকার হন ইনভিজিলেটর বিরাজ দেব। বিরাজকে কাটলিছড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা করানো হয়। যদিও ঘটনার মূল দুই অভিযুক্ত- বহিস্কৃত দুই ছাত্র আনাম উদ্দিন ও আব্দুল আহাদ গা ঢাকা দেয়। অভিযুক্ত পরীক্ষার্থী রা রাধামোহন চতুস্পাটি স্কুলের ছাত্র।

তাদের বিরুদ্ধে কাটলিছড়া থানায় মামলা দায়ের করেছেন শিক্ষক বিরাজ দেব। তিনি বলেন পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে গার্লস স্কুলের গেইট ছেড়ে বাইরে সড়কের ওপর ভিড়ের মধ্যে আচমকা বহিস্কৃত অভিযুক্তরা মারমুখি আক্রমন করে। এতে পিছনে পিঠের ওপর আঘাত লাগে।

এই ঘটনার পর গার্লস হাইস্কুল পরীক্ষা কেন্দ্রের পরীক্ষা এদিন বাতিল করেছেন পরীক্ষার সুপারভাইসিং অফিসার দেবজিৎ দে। তিনি বলেন আগামীদিনে এই কেন্দ্রের সকল পরীক্ষা কাটলিছড়া চার্লমাস উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। গার্লস হাইস্কুল পরীক্ষা কেন্দ্রের ইনচার্জ নীরেন্দ্র নাথ জানান, আগামী ২৮ জুলাই গার্লস হাইস্কুল কেন্দ্রের ২২২ জন পরীক্ষার্থী চার্লমাস উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে বসবে।আজকের সমাজ বিজ্ঞান পরীক্ষায় ৭১২ জন পরীক্ষা দেয়। এই প্রবেশিকা পরীক্ষায় বহিষ্কৃত ১২ জন সর্বমোট বহিস্কৃতের সংখ্যা ৭১ হল।

Comments are closed.

error: Content is protected !!