
Iনকল ধরতে গিয়ে নিগৃহীত স্কুল পরিদর্শক রাজীব ঝা, জেলা জুড়ে চাঞ্চল্য
রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয় শিক্ষা সংস্থান (NIOS) পরিচালিত ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন ( ডি এল এড) এর তৃতীয় সেমিস্টার পরীক্ষায় নকল ধরতে গিয়ে ক্ষুব্ধ পরীক্ষার্থীদের হাতে নিগৃহীত হলেন হাইলাকান্দির স্কুল পরিদর্শক রাজীব কুমার ঝা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেলে হাইলাকান্দির মোহনপুর প্রেমলোচন হায়ারসেকেন্ডারি স্কুলে।
অভিযোগ, রাজীব ঝা নাকি নকল ধরতে গিয়ে মহিলা পরীক্ষার্থীর গায়ে হাত দেন; পুরুষ পরীক্ষার্থীদের গায়ের কাপড় তুলে চেকিং করেন। আর এতে পরীক্ষার্থীরা চরম অপমান বোধ করে একসময় প্রতিবাদে সোচ্চার হয় । নকল ধরার এই ঘটনাকেকে কেন্দ্র করে পরীক্ষা কেন্দ্রে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। উত্তেজিত পরীক্ষার্থীরা স্কুল পরিদর্শককে ঘেরাও করে শারিরীক ভাবে হেনস্থা করে। স্কুলের জানালার ক্ষতি সাধন হয়।। উত্তেজিত পরীক্ষার্থীদের আক্রমনে স্কুলের বহু শিক্ষক ও লাঞ্ছিত হন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।। হাইলাকান্দি পুলিশের এএসপি জগদীশ দাস, বিধায়ক নিজাম উদ্দিন চৌধুরী সরেজমিনে গিয়ে পরিস্থিতির খোঁজ খবর নেন। এবং স্কুলের শিক্ষকদের সাথে বৈঠকে মিলিত হন।।
এদিকে পরিদর্শক রাজীব কুমার ঝা তার বিরুদ্ধে উত্থাপিত মহিলাদের গায়ে হাত দেওয়ার অভিযোগ খন্ডন করে বলেন, রুটিন মাফিক মোহনপুর প্রেমলোচন স্কুলে ডি এল এড পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে যান। পরিদর্শনকালে তিনি লক্ষ্য করেন অবাধে নকল চলছে, সাথে রয়েছে মোবাইলও । নকল করার দায়ে কয়েকজন পরীক্ষার্থীকে বহিষ্কারের নির্দেশ দেন তিনি, এতেই উত্তেজিত হয়ে পরীক্ষার্থীরা তার উপর হামলা চালায়। তাকে বেধড়ক মারধরও করে। পরীক্ষার্থীদের হাতে নিগৃহীত ইন্সপেক্টর রাজীব ঝা পুরো ঘটনাটি জেলা উপায়ুক্ত আদিল খান সহ বিভাগীয় উর্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছেন।।
এদিকে পরীক্ষা কেন্দ্রে আই এস নিগৃহীত হওয়ার খবরে জেলা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।। ফেসবুক সহ সামাজিক মাধ্যমে ঘটনাকে কেন্দ্র করে সমালোচনার ঝড় বইছে।। কোন পক্ষ ঘটনার নিন্দা জানালেও অপর পক্ষ এ ঘটনার জন্য আই এস কে দায়ী করছেন। পরীক্ষা পরিচালনার সাথে হাইলাকান্দি ডায়েট সরাসরি জড়িত রয়েছে। স্কুল পরিদর্শকের পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের যৌক্তিকতা নিয়েও অনেকে প্রশ্ন তুলেছেন।।
Comments are closed.