Also read in

বি পি এল মাতালেন প্রাক্তন আইপিএল তারকা কিংস ইলেভেন পাঞ্জাবের শিভম শর্মা

বরাক প্রিমিয়ার লিগের (বি পি এল) সিজন সেভেন মাতিয়ে দিলেন প্রাক্তন আইপিএল তারকা শিভম শর্মা। শিলচর ভেটেরন ক্রিকেটার্স ক্লাব (এস ভি সি সি) আয়োজিত আসরে যেন নতুন আকর্ষণ এনে দিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাবের (বর্তমান কিংস ইলেভেন) প্রাক্তন তারকা শিভমের উপস্থিতি।

সবে শুরু হয়েছে বিপিএল সিজন সেভেন। ‌ শুক্রবার ছিল আসরের দ্বিতীয় দিন। আর এদিন যাবতীয় আকর্ষণ কেড়ে নিলেন শিভম। এ বছর বিপিএলে হাইলাকান্দি স্টেলিয়ন্সের জার্সি গায়ে মাঠে নেমেছেন প্রাক্তন পাঞ্জাব তারকা। আর প্রথম ম্যাচেই নিজের ব্যাটিংয়ে মোহিত করলেন শিলচরের দর্শকদের। শুক্রবারের দ্বিতীয় ম্যাচে স্টেলিয়ন্স মুখোমুখি হয়েছিল হাইলাকান্দিরই বিএমসি একাডেমির। প্রথমে ব্যাটিং করে ৫ উইকেটে ১৩৮ রানের স্কোরখাড়া করে বিএমসি। সতীন্দ্রমোহন দেব স্টেডিয়ামের উইকেট কিন্তু পুরোপুরি ব্যাটিং সহায়ক নয়। কাজেই বিএমসির এই স্কোর মোটেও খারাপ ছিল না। ‌ কারণ সকালের ম্যাচেই ১২৪ রানের স্কোরখাড়া করে জয় ছিনিয়ে নিয়েছিল হারাঙ্গাযাও। কিন্তু শিভমের ব্যাটিংয়ে এই চ্যালেঞ্জিং স্কোরটা সহজেই চেজ করে নিল স্টেলিয়ন্স। ৪৫ বলে অপরাজিত ৬০ রানের ঝকঝকে একটা ইনিংস খেললেন ডানহাতি ব্যাটার শিভম। উইকেটের চারিদিকে কয়েকটি দর্শনীয় বাউন্ডারি হাকালেন। ‌ তার ইনিংসে ছিল দুটি বিশাল ছক্কার মার ও। তার এমন ইনিংসে ১৮.৩ ওভারে দু উইকেট হারিয়েই জয় তুলে নিল স্টেলিয়ন্স। এমন পারফরম্যান্সের জন্য ম্যাচের সেরাও নির্বাচিত হন শিভম।

২০১৪ সালে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে আইপিএলে খেলার অভিজ্ঞতা রয়েছে শিভমের। রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে সেই ম্যাচে ব্যাট হাতে সফল না হলেও বল হাতে কামাল দেখিয়েছিলেন শিভম। চার ওভারের স্পেলে ২৬ রান দিয়ে তুলে নিয়েছিলেন ২ উইকেট। সেই দুটি উইকেট ছিল যুবরাজ সিং ও এলবি মরকেলের। স্বাভাবিকভাবেই এমন এক তারকা শিলচরে বিপিএলের আসরে যোগ দেওয়ায় টুর্নামেন্টের মান আরো বেড়ে গেল। এটা শুধু বিপিএলের আয়োজক এসভিসিসি নয়, গোটা উপত্যকার ক্রিকেট ফ্যানদের জন্য দারুন খবর। ‌ জানা গেছে গত বছর ও বিপিএলে খেলতে প্রস্তাব পেয়েছিলেন শিভম ‌। কিন্তু সেই সময় অন্য টুর্নামেন্টে ব্যস্ত থাকায় তিনি আসতে পারেননি। এবার যখন বিপিএলের অফার পেলেন, আর ফিরিয়ে দেননি।

শিভমের মতো তারকা বিপিএলে খেলায় দারুন খুশি টুর্নামেন্টের চেয়ারম্যান হিমাদ্রি শেখর দাস। তিনি বলেন, ‘এটা শুধু আমাদের জন্য নয়, গোটা উপত্যকার ক্রিকেট ফ্যানদের জন্য দারুন খবর। ‌ শিভমের মত তারকা আসরে যোগ দেওয়ায় বিপিএলের মান আরো বেড়ে গেল। এর আগেও বিবেক সিং এর মত তারকারা বিপিএলে খেলে গেছেন। শিবম এর মত তারকারা যোগ দেওয়ায় লাভবান হবে আমাদের স্থানীয় ছেলেরা। ‌ অনেক কিছু শিখতে পারবে।’

সূত্রমতে জানা গেছে, আরো একাধিক আই পি এল তারকার বিপিএলের চলতি আসরে খেলার কথা রয়েছে। ‌ তবে আপাতত বিপিএল মাতিয়ে দিলেন কিংস ইলেভেন পাঞ্জাবের প্রাক্তন তারকা শিভম।

Comments are closed.