করোনার জেরে মাঝপথেই স্থগিত হয়ে গেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আই পি এল)। এভাবে টুর্নামেন্ট স্থগিত হয়ে যাওয়ায় বিরাট আর্থিক ক্ষতির মুখে পড়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। তবে শুধু ক্রিকেট বোর্ড নয়, মাঝপথে আইপিএল স্থগিত হয়ে যাওয়ায় বিরাট লোকসান হয়েছে দেশের ক্রিকেট জুয়াড়িদেরও। শিলচর শহর ও আশপাশ এলাকার জুয়াড়িদেরও একই অবস্থা। আইপিএল স্থগিত হওয়ার ফলে লক্ষ লক্ষ টাকা লোকসান হয়েছে জুয়াড়িদের।
|করোনার আতঙ্ক সামলাতে যখন গোটা দেশ হিমশিম খাচ্ছে এমন একটা আবহেও রমরমিয়ে চলছিল আইপিএল জুয়া। গত কয়েক বছরের তুলনায় এবার মুনাফা বেশি হচ্ছিল জুয়াড়িদের। এর মধ্যে গোটা দেশের সঙ্গে তাল মিলিয়ে শিলচরেও চলছিল হাইটেক পদ্ধতিতে আইপিএল জুয়া। আর্থিক মান্দাতেও ভালো রোজগার হচ্ছিল জুয়াড়িদের। তবে টুর্নামেন্ট মাঝপথে স্থগিত হয়ে যাওয়ায় মাথায় আকাশ ভেঙ্গে পড়েছে জুয়াড়িদের।
আইপিএল শুরু হওয়ার আগে গ্রাহকদের কাছ থেকে অ্যাডভান্স পেমেন্ট নিয়েছিল জুয়াড়িরা। কোন দল চ্যাম্পিয়ন হবে, প্রথম চারটি স্থানে কারা থাকবে এবং পয়েন্ট টেবিলের শেষ স্থানে কোন দল থাকবে, এর জন্য লক্ষ লক্ষ টাকা অ্যাডভান্স পেমেন্ট হিসেবে নিয়েছিল জুয়াড়িরা। সেই সব টাকা দেশের বড় বড় শহরে থাকা বস দের কাছে পাঠিয়ে দিয়েছিল এখানকার জুয়াড়িরা। তবে এখন টুর্নামেন্ট স্থগিত হয়ে যাওয়ায় গ্রাহকদের টাকা ফেরত দিতে হচ্ছে। তাও আবার নিজেদের পকেট থেকে। কয়েকজন সূত্র থেকে এমনটাই জানা গেছে।
প্রতিবছরের মতো এবারও শহরের বিভিন্ন স্থানে আইপিএল জুয়ার আসর বসেছিল। তবে এবার আসরটা ছিল হাইটেক। ছোটখাটো জুয়াড়িরা প্রতিদিন নিজেদের অডিট রিপোর্ট বসের হাতে জমা দিত। সেই অনুসারে তাদের হাতে পেমেন্ট আসতো। কিন্তু টুর্নামেন্ট স্থগিত হয়ে যাওয়ায় এবার সেই সব ছোট জুয়াড়িরা বেশি বিপদে পড়েছেন। আবার এমন জুয়াড়ি ও রয়েছেন যারা অনলাইন পেমেন্ট দিয়ে দিচ্ছেন।
প্রতিটি ম্যাচের আগে কোন দল জিতবে, টস কারা জিতবে এসব ছাড়াও প্রতি পাঁচ ওভার করে গ্রাহকদের চারটি সেশনের রানের টার্গেট দিত জুয়াড়িরা। কুড়ি ওভারের শেষে একটা দল কত রান করবে, তা নিয়েও গ্রাহকদের টার্গেট দেওয়া হতো। এই ধরনের জুয়া তেই সবচেয়ে বেশি লাভবান হতো জুয়াড়িরা। শহরের আশ্রম রোড, রংপুর, চেংকুড়ি রোড,রাঙ্গেরখাড়ি, ন্যাশনাল হাইওয়ে, কলেজ রোড, তারাপুর রামনগর এবং দাস কলোনিতে এভাবেই দারুণ জমে উঠেছিল আইপিএল জুয়া। এতসবের পরও কিন্তু এবার জুয়াড়িদের টিকির নাগাল পায়নি পুলিশ। তাই ভালোই ব্যবসা হচ্ছিল জুয়াড়িদের। প্রতি ম্যাচে লক্ষ লক্ষ টাকা রোজগার হচ্ছিল। কিন্তু আইপিএল মাঝপথে স্থগিত হয়ে যাওয়ায় এবার মাথায় আকাশ ভেঙ্গে পড়েছে জুয়াড়িদের। অ্যাডভান্স পেমেন্ট সহ বাকি সব টাকাই এবার ফেরত দিতে হচ্ছে।
Comments are closed.