
ফ্লাডলাইটে সুপার ডিভিশনের ফাইনাল খেলবে ইটখলা ও ইন্ডিয়া ক্লাব, আসর থেকে বিদায় টাউন ক্লাবের
আগামী ২২ ডিসেম্বর সুপার ডিভিশন ক্রিকেটের ফাইনালে ইন্ডিয়া ক্লাবের বিরুদ্ধে খেলবে ইটখলা এসি। ফাইনাল ম্যাচটি খেলা হবে ফ্লাড লাইটের আলোয়। বেলা ১২:৩০ মিনিটে শুরু হবে ম্যাচ। তবে দু’দলকেই একটা কন্ডিশন রেখে দিয়েছে শিলচর জেলা ক্রীড়া সংস্থা। ফ্লাড লাইটে কিছু সময় থেকেই টেকনিক্যাল সমস্যা রয়েছে। ফলে ম্যাচ চলাকালীন আলো নিয়ে কোন অভিযোগ করলে হবে না। এই কন্ডিশনে নাকি রাজিও হয়েছে দুই ফাইনালিস্ট।
মঙ্গলবার প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনালে টাউন ক্লাবকে সহজেই হারায় ইটখোলা এসি। ছয় উইকেটে। এদিন টসে জিতে প্রতিপক্ষকে ব্যাটিং এর আমন্ত্রণ জানায় ইটখোলা। ব্যাটিং এর ডাক পেয়ে ৩৯.২ ওভারে ১৩৪ রানে অলআউট হয় টাউন ক্লাব। দলের পক্ষে সর্বাধিক ৩৯ রান করেন জয়দীপ রায়। এছাড়া ঋষিকেশ দাস ২৭ ও সমীর সিনহা ২০ রান করেন। তিনটি করে উইকেট নেন শুভজিৎ পাল ও চন্দন গোয়ালা। দুটি উইকেট নেন সমিক দাস। রনজি তারকা প্রীতম দাস পান এক উইকেট।
জবাবে ৩১.৪ ওভারে চার উইকেট হারিয়ে সাদামাটা টার্গেট তাড়া করে নেয় ইটখোলা। বোলিংয়ের পর ব্যাট হাতেও কামাল দেখান শুভজিৎ পাল। খেলেন ৫১ রানের হাফ সেঞ্চুরির ইনিংস। অমন সিং ২৭ ও অভিজিৎ সিংহ রায় ২৩ রান করেন। দু উইকেট নেন আকাশ ছেত্রী। দুরন্ত অলরাউন্ড প্রদর্শনের জন্য ম্যাচের সেরা নির্বাচিত হন শুভজিৎ পাল।
Comments are closed.