শিলচর ডি এস এ আয়োজিত পারুল রানী শর্মা স্মৃতি দ্বিতীয় ডিভিশন ক্রিকেটের সেমিফাইনালে স্থান করে নিল ইটখোলা স্পোর্টিং ও উধারবন্ধের টেবিল টেনিস ক্লাব। বৃহস্পতিবার প্রতিযোগিতার প্রথম কোয়ার্টার ফাইনালে ইটখোলা এক রোমাঞ্চকর লড়াইয়ে ৪ রানে হারিয়ে দেয় স্পিরিট ইউনিয়ন কে।
এদিন এসএম দেব স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় স্পিরিট ইউনিয়ন। ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে নির্ধারিত কুড়ি ওভারে ৮ উইকেটে ১৬৯ রান করে ইটখোলা। অমিত রবিদাস দলের পক্ষে সর্বাধিক ৪৮ রান করেন। এছাড়া কৃষ্ণ সিং ২৮ ও আমানত আহমেদ ২১ রান করেন। অতিরিক্ত থেকে আসে ২৪। বিপক্ষের অশ্বিনী সাহানি ৩ উইকেট ও রিঙ্কু যাদব দুটি উইকেট নেন। জবাবে ৫ উইকেটে ১৬৫ রানে আটকে যায় স্পিরিট ইউনিয়ন। বর্ষীয়ান ক্রিকেটার নিহারেন্দু দেব দুরন্ত অর্ধশত রানের ইনিংস খেলেন। এই ডানহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান করেন ৬০। তাপস শুক্লবৈদ্যও ৩৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। তবে দিনের শেষে এই দুটি ইনিংসেই কাজে এলোনা। এছাড়া দুলন শুক্লবৈদ্য ২০ ও শিবাশীষ দত্তগুপ্ত ১৯ রানের অবদান রাখেন। অতিরিক্ত ২৩। কৃষ্ণ সিং ৩ উইকেট নেন।
প্রতিযোগিতার দ্বিতীয় কোয়াটার ফাইনালে সহজ জয় তুলে নেয় টিটি ক্লাব। তারা ৭ উইকেটে হারায় গণসুর ক্লাব কে। টসে জিতে প্রথমে ব্যাট করে গণসুর। তারা নির্ধারিত কুড়ি ওভারে ৫ উইকেটে করে ১৩৮। আসলে প্রথম আট ওভারে তারা প্রত্যাশা অনুসারে স্কোর করতে পারেনি। এটাই তাদের বড় স্কোর গড়ার পথে প্রধান বাধা হয়ে দাঁড়ায়। তাদের প্রদীপ দেব দলের পক্ষে সর্বাধিক ৩১ রান করেন। এছাড়া বিশাল পাল ২৬, বিপুল লস্কর ২২ ও রাহুল বৈদ্য ১২ রান করেন। অতিরিক্ত ২৬। দুটি উইকেট নেন দেবজ্যোতি দেব। টানা দু বলে উইকেট নিয়ে একটা সময় হ্যাট্রিকের মুখে ছিলেন তিনি। অবশ্য তার এই উইকেটের জন্য কৃতিত্ব দেওয়া উচিত প্রীতম দাস কে। ডিপ স্কয়ার লেগে দুটি দুরন্ত ক্যাচ নেন তিনি।
জবাবে রান তাড়া করতে নেমে ১৭.২ ওভারে তিন উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় টিটি ক্লাব। তিনে নেমে প্রীতম দাস ৩৯ বলে অপরাজিত ৪৪ রানের ম্যাচ উইনিং নক খেলেন। এছাড়া দুই ওপেনার কৌশিক দত্ত ২২ ও সঞ্জয় সিং ৩৩ রানের ভালো ইনিংস খেলেন। দেবজ্যোতি দেব করেন ২৫। দুটি উইকেট নেন বিশাল পাল।
আগামী শনিবার টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ইটখোলা স্পোর্টিং ও টিটি ক্লাব।
Comments are closed.